মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

জিনের আক্রমন থেকে রক্ষা পেতে যে দোয়া পড়বেন

আরবি দোআ : 

أَعُوذُ بِوَجْهِ اللَّهِ الْكَرِيمِ وَبِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ اللَّاتِي لَا يُجَاوِزُهُنَّ بَرٌّ وَلَا فَاجِرٌ مِنْ شَرِّ مَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ وَشَرِّ مَا يَعْرُجُ فِيهَا وَشَرِّ مَا ذَرَأَ فِي الْأَرْضِ وَشَرِّ مَا يَخْرُجُ مِنْهَا وَمِنْ فِتَنِ اللَّيْلِ وَالنَّهَارِ وَمِنْ طَوَارِقِ اللَّيْلِ وَالنَّهَارِ إِلَّا طَارِقًا يَطْرُقُ بِخَيْرٍ يَا رَحْمَنُ.

বাংলা উচ্চারণ : আউজুবি ওয়াজহিল্লাহিল কারিম ওয়া বি কালিমাতিল্লাহিত তামাতিল্লাতি লা ইউজায়ূজু হুন্না বাররা। ওয়ালা ফাজিরু মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামায়ে ওয়া শাররিমা ইয়ারিজু ফিহা। ওয়া শাররি মা জারা ফিল আরদি। ওয়া শাররি মা ইউখরিজু মিনহা। ওয়া মিন ফিতানিল লাইলে ওয়ান নাহারে। ওয়া মিন তাওয়ারিকিল লাইলে ওয়ান নাহারে ইল্লা তারিকান ইয়াতরুকু বিল খাইরে ইয়া রহমান'

অর্থ : মহান দয়াময় আল্লাহর অনুগ্রহে এবং আল্লাহর ওইসব কালিমাসমূহের মাধ্যমে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যেগুলোকে অতিক্রম করতে পারেনা কোনো বাধ্য কিংবা অবাধ্য জাতি। আশ্রয় প্রার্থনা করছি ওইসব বস্তুর ক্ষতি থেকে যা আকাশ থেকে নেমে আসে, এবং ওইসব জিনিসের ক্ষতি থেকে যা আকাশের দিকে উড়ে বেড়ায়, এবং সেসব জিনিসের ক্ষতি থেকে যা জমিনে সৃষ্টি হয় এবং এমন জিনিসের ক্ষতি থেকে যা জমিন থেকে বেরিয়ে আসে। আশ্রয় প্রার্থনা করছি দিন-রাতের ফেতনা থেকে এবং দিন-রাতের আগত জিনিসের ফেতনা থেকে। তবে কল্যাণ বয়ে আনে এমন আগন্তুক ছাড়া, হে দয়াময়।



হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ [রা.] থেকে বর্নিত আছে যে, লাইলাতুল জিনের রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অবাধ্য জীনকে দেখতে পেলেন, সে একটি আগুনের কু-লি হাতে নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজছে, আমি তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম আর তিনি ছিলেন হজরত জিবরাঈল [আ.] -এর সঙ্গে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআন তেলাওয়াত করতে লাগলেন, রাসুল যতই তেলাওয়াত করছিলেন জিনটি ততই আগুনের কু-লীটি নিয়ে সামনে এগিয়ে আসছিল। তখন হজরত জিবরাঈল [আ.] বললেন, আমি কি আপনাকে এমন কিছূ কালিমা [শব্দ] শিখিয়ে দেব, যা বলা মাত্রই এ জিনটি হুমড়ি খেয়ে পড়ে যাবে এবং তার আগুনের কু-লীটি নিভে যাবে। তখন হজরত জিবরাঈল [আ.] -এ দোয়াটি শিখিয়ে দিলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি পড়া মাত্র সে জিনটি উপুড় হয়ে পড়ে গেলো এবং তার আগুনের কু-লীটি নিভে গেলো। [নাসায়ি সুনানে কুবরা-১০৯৯২ মুয়াত্তা মালেক-৩৫০০]।

প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এ দুআটি তিনবার পাঠ করা
ﺃﻋُﻮْﺫُ ﺑِﻜَﻠِﻤَﺎﺕِ ﺍﻟﻠﻪِ ﺍﻟﺘَّﺎﻣَّﺎﺕِ ﻣِﻦْ ﺷَﺮِّ ﻣَﺎ ﺧَﻠَﻖَ
(আউজু বিকালি মাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা)
অর্থ: আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যাবলীর মাধ্যমে তাঁর সৃষ্টির সকল অনিষ্টতা থেকে আশ্রয় নিচ্ছি। (বর্ণনায়
: মুসলিম, তিরমিজী, আহমাদ)

রবিবার, ১৫ জুলাই, ২০১৮

বিপদ থেকে রেহাই পেতে পড়ুন যে দোয়া

যে ব্যক্তি এই দুয়ার আমল করবে, আল্লাহ তাআলা  সব বিপদ দূর করে দিবেন দোয়া : لاحول ولاقوة الا بالله ولاملجا ولامنجا من الله الا اليه বাংলা উচ্চারণ : লা হাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মালজাআ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লাহ ইলাইহি

বিপদ মুক্তির খতম-            

লা ইলাহা ইল্লা ল্লাহু ( আল্লাহ ব্যতীত অন্য কোন মাবুদ নেই)


কঠিন কাজ সহজ করার দোয়া/ কোন দুরুহ কাজে যাবার সময় নিম্মের দোয়া সমূহ পড়ে নেবেন---

বিসমিল্লাহহির রাহমানির রাহিম

আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা -জা আলতাহু সাহলান ওয়া আনতা তাজ আলুল হাযনা ইযাশিতা সাহলান

হে আল্লাহ কোন কাজই সহজসাধ্য নয় তুমি যা সহজ করনি তুমি ইচ্ছে করলে সব দুশ্চিন্তাকেও সহজ করতে পারো- ইবনে সুন্নী-৩৫১ পৃস্টা

বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

Important Dua

দরুদে খাইর:

আল্লা-হুম্মা ছাল্লি 'আলা সায়্যিদানা ওয়া নাবিয়িনা ওয়া শাফীইনা ওয়া মাওলা-না মুহাম্মাদিন ছাল্লা-হু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া বা-রিক ওয়া সাল্লিম।

রাব্বিগফিরলী ওয়া তুব আ'লাইয়্যা ইন্নাকা আনতাত তাওয়্যাবুর রাহীম।
অর্থ: হে আমার পরওয়ারদেগার! আমার গুনাহ সমূহ মাফ করে দিন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী করুণাময়।



আল্লাহুম্মা ইন্না নাজ আলুকা ফী নুহুরিহিম ওয়া নাউবিকা মিন শুরুরিহিম।

অর্থ: হে আল্লাহ! আমরা আপনাকে মিথ্যাবাদীদের মোকাবেলায় পেশ করছি। আপনি ওদেরকে পরাজিত করুন। আমরা তাদের অনিষ্ঠতা থেকে আপনার কাছে আশ্রয় কামনা করছি।


হাসবুনাল্লাহু ওয়ানিমাল ওয়াকিলু আল্লাহি তাওয়াক্বালনা।
অর্থ: আল্লাহই আমাদের জন্য যথেষ্ট।তিনিই উত্তম কার্য নির্বাহক এবং তার ওপরই আমাদের ভরসা।

আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা
অর্থ: হে আল্লাহ আমাদের সব কাজ সহজ করে দিন।

রাববিশ রাহলী ছাদরী ওয়া ইয়াস সিরলী আমরী,ওয়াহলুল উকদাতাম মিল লিসানী। 
হে আল্লাহ! আমার হৃদয় প্রশস্ত করে দিন। আমার কাজ সহজ করে দিন। আমার জিহ্বার জড়তা দুর করে দিন। 

রাব্বি ইন্না ক্বাওমী ক্বাযযাবুন।ফাফতাহ বাইনী ওয়া বাইনাহুম ফাত্ হান ওয়া নাজনীনি ওয়া মাম্ মাইয়া মিনাল মুমিনীন।

দরুদে নারিয়া

দরুদে তুনাজ্জিনা


নিয়মিত পাঠকারী সবসময় বিপত মুক্ত থাকবে ইনশআল্লাহ।




মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮

যে সব দোয়া ও প্রার্থনা নিয়মিত করা উচিত

ফজরের নামাজের পর পবিত্র কোরআন তেলোয়াত করা অনেক সওয়াবের কাজ। পবিত্র কোরআনেই এর গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, সে সময়খানি আল্লাহর ফেরেস্তাগন বান্দার সামনে হাজির থাকেন।






































মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮

বিশেষ প্রার্থনা-০১

                                                         বিসমিল্লাহির রাহমানির রাহিম

                                             ইয়া বাদিয়াল আজাইরে বিল খাইরে ইয়া বাদিউ।

০১. বিসমিল্লা-হিল্লাযি লা ইয়া দুররু মা আসমিহী শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি ওয়াহুয়াস সামীউল       আলীম।
    আমি সেই আল্লাহর নামে শুরু করছি যার নামে শুরু করলে আকাশ ও পৃথিবীর কোন কিছুই কোনরুপ ক্ষতিসাধন     করতে পারে ন। বস্তুত তিনি হচ্ছেন সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা।

০২. রাব্বি ইন্না ক্বাওমি ক্বাযযাবুন। ফাফতাহ বাইনী ওয়া বাইনাহুম ফাত্হান ওয়া নাজজিনী ওয়া মামমাইয়া মিনাল       মু'মিনীন।

''হে আমার প্রতিপালক । নিশ্চয়ই আমার কওম আমাকে মিথ্যুক বলে অভিহিত করছে। তাই তুমি তাদের এবং আমার      মধ্যে একটা সুষ্ঠু বিচার ফায়সালা করে দাও এবং আমাকে ও আমার সঙ্গী মুমিনগনকে নাজাত দাও। আমিন।

০৩. হাসবুনাল্লাহু ওয়ানিমাল ওয়াকীলু আলাল্লাহি তাওয়াক্বলনা।
     আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। তিনিই উত্তম কার্য নির্বাহক। তার ওপরই আমাদের ভরসা।

০৪.আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা।
 হে আল্লাহ আমাদের কাজগুলো সহজ করে দিন।

০৫.ইয়া হাইয়্যু ইয়া ক্বাইয়ুমু বিরাহমাতিকা আসতাগীছু।
 হে চিরঞ্জীবী ও চিরস্থায়ী আল্লাহ্তায়ালা। আপনার খাস রহমত দ্বারা আমাকে সাহায্য করুন। আমিন।

০৬.রাব্বিশরাহলী ছাদরী ওয়া ইয়াসরলী আমরী ওয়ালুল উকদাতাম মিল্লিসানি ইয়াফক্বাহু ক্বাওলী।

হে আল্লাহ আমার অন্তর প্রশস্ত করে দিন। আমার কার্য সহজ করে দিন। আমার ভাষার জড়তা দূর করে দিন। যাতে তারা আমার কথা বুঝতে পারে।

০৭.রাব্বানা আফরিগ আলাইনা ছাবরাও ওয়া তাওয়াফ ফানা মুসলিমীন।
হে আমাদের পালনকর্তা । আমাদের জন্য ধৈয্যের দ্বার খুলে দিন। আমাদের মুসলমান হিসেবে মৃত্যু দান করুন।

০৮. উফাউয়িদ্ধু আমরী ইলাল্লাহি ইন্নাল্লাহা  বাছীরুম বিল ইবা-দ।

আমি আমার সব কিছু মহান আল্লাহপাকের নিকট সমর্পন করলাম, নিশ্চয়ই মহান আল্লাহতায়ালা তার বান্দাদের সকল বিষয়ে প্রত্যক্ষকারী।

ইয়া ক্বাযিয়াল হায়াত ! হে আবশ্যকতা পূর্ণকারী

ইয়া কাফিয়াল মুহিম্মাত! হে বৃহদ কাজ সমাধাকারী

ইয়া দা ফিয়াল বালিয়াত! হে বিপদ ধ্বংসকারী

ইয়া মুজিবাদ্দাওয়াত! হে প্রার্থনা কবুলকারী

ইয়া গাওসু আগিসনি ওয়া আমদিদনী!
হে প্রার্থনা কবুলকারী! আমার প্রার্থনা গ্রহণ কর। আমাকে সাহায্যকর।


ওয়া ইন্না আলাকুম লাহা-ফিজিন। কিরামান কাতিবীন।
অবশ্যই আছে তোমাদের তত্বাবধায়ক। সম্মানিত লিপিকারবৃন্দ।

ইয়া লামুনা মা তাফ আলুন। ওরা জানে যা তোমরা কর।

(সুরা ইনফিত্বার-আয়াত ১০)

ফাইন্না মা;আল উসরি ইউসরান। ইন্না মা;আল উসরি। ইউস্ রা।
 নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। নিশ্চয়ই আছে কষ্টের সাথে স্বস্তি।
(সুরা আলামনাশারাহ আয়াত ৫/৬)

ওয়াল্লাহু আলা কুল্লি শাইয়িন শাহীদ।
আল্লাহ সর্ব বিষয়ে দ্রষ্ঠা (আয়াত ৯, সুরা বুরুজ)

আমিন।

রাব্বিগ ফিরলী ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুরু।
হে আল্লাহ মাফ করো,তওবা কবুল করো নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী ও ক্ষমাশীল।


রাব্বানা লা তাজ আলনা মা আল ক্বাউমিজ জালীমিন।

হে আল্লাহ এই জালিম লোকদিগের সাথে আমাকে সামিল করিও না।
সুরা আরফ-আয়াত ৪৭


(আল্লাহুম্মা সাল্লিআলা......ওয়াসাল্লিম)




শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

মোনাজাত- স্ত্রী ও সন্তানের অকল্যাণ থেকে রক্ষার দোয়া

বিসমিল্লাহির...রাহিম

আল্লাহুম্মা ইন্নী মিন ইম্ রায়াতিন তুশাইয়্যিবুনী ক্বাবলাল মাশীবি ওয়া আউযুবিকা মিওওয়ালাদিই ইয়াকুনু আ'লাইয়া ওয়া বালাও ওয়া আউযুবিকা মিম্ মা ইয়াকুনু  আ'লাইয়া আ'যাবাও ওয়া আউযুবিকা মিনাশ শাক্কি ফিল হাক্কি বাআ'দাল ইয়াক্বীনি ওয়া আউ'যুবিকা মিনাশ শাইতানির রাজীম,ওয়া আউযুবিকা মিন শাররি ইয়াওমিদ্দীন।

বিশেষ মোনাজাত-০২

ক্ষমা ও তওবার দোয়া :
রাব্বি ইন্নী জালামতু নাফ্ ছী ফাগফিরলি ওয়া গাফারালাহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।আমিন।

বিশৃংখলাকারীদের ওপর জয়ী হবার দোয়া:

***

রাব্বি ইন্না ক্বাওমী ক্বাযযাবুন। ফাফ্ তাহ বাইনী ওয়া বাইনাহুম ফাতহান ওয়া নাজজিনী  ওয়া মামমাইয়া মিনাল মুমিনীন। 


১. রাব্বী নসুরনী আলাল কাওমিল মুফসিদীনা
২.রাব্বী নাজজিনী মিনাল ক্বাওমিজ্জোয়ালেমিন
৩.রাব্বি ইন্নী লা আমলিকু  ইল্লা নাফছি ওযা আখি ফাফরুখ বাইনানা ওয়া বাইনাল কাওমিল ফাছিক্বীন।
৪.রাব্বিগ ফিরলী ওয়ালী আখী ওয়াআদখিলনা ফি রাহমাতিকা ওয়া আনতা খাইরুর রাহিমীন।

বিপদ/মুছিবত/মোকাবেলায় নিচের দোয়া সমূহ পড়ুন :
আউযুবিল্লাহি মিনাশ শায়তোয়ানির রাহিম
০১.ইন্নালিল্লাহি ...রাজিউন। আল্লাহুমা আজিরনী ফি মুছিবাতি ওয়া আখলিফনি খাইরাম মিনহা।
০২.আল্লাহুম্মা ইন্না নাজ আলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরু রিহিম।
০৩.হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকীলু আলাল্লাহি তাওয়াকালনা
০৪.ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আসতাগীছু
০৫.আল্লা-হুম্মা ইয়াস-সির লানা -উমুরানা
০৬.রাব্বানা আফরিগ আলাইনা ছাবরাও ওয়া তাওয়াফ ফানা মুসলিমীন।
০৭. হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকীল নিমাল মাওলা ওয়ানিমান্নাছীর।
০৮. 



To protect yourself from enemies by pray to Allah

বিসমিল্লাহির রাহমানির রাহিম
01. রাব্বি ইন্না ক্বাওমি ক্বাযযাবূন। ফাফতাহ বাইনী ওয়া বাইনাহুম ফাত্হান ওয়া নাজজিনী ওয়া মাম্মাইয়া মিনাল মু'মিনীন।
অর্থ: ''হে আমার প্রতিপালক! নিশ্চয়ই আমার কওম আমাকে মিথ্যুক বলে অবিহিত করছে। তাই তুমি তাদের ও আমার মধ্যে একটা সুষ্ঠু বিচার ফায়সালা করে দাও এবং আমাকে ও আমার সঙ্গী মুমিনগনকে নাজাত দাও'। আমিন।

02. রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মালা-তাক্বাতালানা বিহ। ওয়াফু আন্না ওয়াগফিরলানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানছুরনা আলাল ক্বাওমিল কাফিরীন।

অর্থ: হে আমাদের রব! তুমি আমাদের প্রতি এমন গুরু দায়িত্ব চাপাইও না , যা বহন করার ক্ষমতা আমাদের নেই। আমাদের যাবতীয় পাপ মোচন কর এবং আমাদের ক্ষমা করে দাও এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের অভিবাবক। অতএব তুমি আমাদেরকে কাফেরগনের মোকাবেলায় সাহায্য কর।

শান্তিপূর্ণ জীবন যাপনে-প্রার্থনা :
রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া জুররিয়াতিনা কুররাতা আয়াইউনিও ওয়াজ আলনা লিল মুত্তাক্বিনা ইমামা। 
অর্থ: হে আমাদের রব। আমাদেরকে এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান কর যারা নয়ন প্রতিকর হয়। আর আমাদের মুত্তাকীনদের জন্য আদর্শবান কর। আমিন।



Read Daily Dua

                                            বিসমিল্লাহির রহমানির রহিম ০১.  Read Daily Dua  সিজদায় গিয়ে পড়ুন: ১১বার ইয়াকা না বুদু, ও ইয়াক...