শনিবার, ৫ এপ্রিল, ২০১৪

মুসলমানদের গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া


আ'উযুবিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রাজীম।

মিশরীয় একটি পুরাতন অজিফায় একটি গুরুত্বপূর্ণ দোয়ার দেখা পাওয়া যায় যার ফজিলত সম্পর্কে বর্ণনা রয়েছে:

একদিন রাসূলে করীম(সা.) মসজিদে নবুবীতে বসে ছিলেন, এমন সময় ইবলীশ শয়তান এসে তথায় হাজির হলো। তা দেখে নবী করীম(সা.) বললেন, হে পাপীষ্ঠ  বদবখত, তুই কোথা হতে এসেছিস?

তখন ইবলিশ উত্তর দিল, হে আল্লাহর রাসূল(সা.) আমি তো পাপী বদবখত নই। আমার এমন একটি  দোয়া জানা আছে , আমিলওহে মাহফুজে এ দোয়া লেখাটি দেখেছি যা পাঠ করে তার বরকতে আমি কাল কেয়ামতে পরম সুখময় বেহেস্তে গমন করব।

তা শুনে নবী করীম(সা.) অত্যাধিক বিস্মিত ও চিন্তা যুক্ত হয়ে পড়লেন। এ সময় হযরত জিব্রাইল (আ.) এসে বললেন, হে আল্লাহর রাসুল! পাপীষ্ঠ সত্য কথাই বলেছে। কিন্ত সে মরণের ১০০ বৎসর পূর্বে উক্ত দোয়া ভুলে যাবে এবং জাহান্নামবাসী হবে।

আপনি এ দোয়া শিখে রাখুন এবং  আল্লাহর বান্দাদের যে কেউ এ দোয়া   দুরস্ত ই'তেকাদে পাঠ করবে ,নিশ্চয়ই সে জান্নাতে গমন করবে। তবে ঈমান থাকা শর্ত।

দোয়াটি নিম্মরুপ:

উচ্চারণ: আল্লাহুম্মা ইয়া ইলাহাল বাশারি ওয়া ইয়া আ'জীমাল খাতারি ওয়া ইয়া ওয়াছিয়া'ল মাগফিরাতি ওয়া ইয়া আযীযাল মান্নি ওয়া ইয়া মালিকি ইয়াওমিদ্দীন। বিহাক্কি ইয়্যাকা না'বুদু  ওয়া  ইয়্যাকা  নাস্তাঈন, বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ইয়া ইলাহাল আ'লামীন, ওয়া ইয়া খাইরান নাছিরীন, ওয়া ইয়া গিয়াছাল মুসতাগিছীন, বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।

সূত্র: ওযায়েফ শরীফ/৪৩৩ পৃ:






 



Read Daily Dua

                                            বিসমিল্লাহির রহমানির রহিম ০১.  Read Daily Dua  সিজদায় গিয়ে পড়ুন: ১১বার ইয়াকা না বুদু, ও ইয়াক...