তাড়াহুড়া না করলে দোয়া কবুল হয়

হযরত আবু হুরায়রা(রা.) থেকে বর্ণিত , তিনি বলেন, তোমাদের যে কোনো লোকের দু'আ কবুল হয়,তবে শর্ত হচ্ছে ,সে যেন (ফল প্রাপ্তির ব্যাপারে) তাড়াগুড়া না করে এবং এরুপ না বলে : দু'আ অনেক করলাম কিন্ত কবুল তো হলো না।(সহীহ বুখারি,কিতাবুদ দু'আ )।

মনে রাখতে হবে দোয়া করে গেলাম যা চাইলাম তা দিয়ে দেযা হবে। বা পেয়ে গেলাম। তাহলে তো কর্ম করার প্রয়োজন হতো না। বরং দোয়া করতে কবে সে অনুযায়ি পাশাপাশি কাজও করতে হবে।



Read Daily Dua

                                            বিসমিল্লাহির রহমানির রহিম ০১.  Read Daily Dua  সিজদায় গিয়ে পড়ুন: ১১বার ইয়াকা না বুদু, ও ইয়াক...