প্রথমে তওবা পড়া ও মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট ক্ষমা চেয়ে নিতে হবে , তার পর প্রার্থনা শুরু করাকে উত্তম বলে আমি মনে করি।
রাসুল্লাহ(স.) বলেছেন,যে ব্যক্তি পড়বে---
বিসমিল্লাহির রাহমানির রাহিম
উচ্চারণ- আসতাগ ফিরুল্লা-হাল আযিমাল্লাযী লা- ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুমু ওয়া 'আতূবু ইলাইহি।
বাংলা -'আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। যিনি ছাড়া ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব সদা বিরাজমান,আর আমি তারঁই নিকট তওবা করছি।
মহান আল্লাহতায়ালা তাকে ক্ষমা করে দিবেন। সুবাহানাল্লাহ
(আবূ দাউদ-২/৮৫,তিরমিযী,-৫/৫৬৯,সহীহ তিরমিয়ী-৩/১৮২,হিসনুল মুসলিম-৪২৬ পাতা)
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বিসমিল্লা-হিল্লাযী লা ইয়া দুরুরু মা আসমিহী শাই'উন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি ওয়া হুয়াস সামিউল আলীম।
আমি সেই আল্লাহর নামে শুরু করছি যার নামে শুরু করলে আকাশ ও পৃথিবীর কোন বস্তুই কোনরুপ অনিষ্ট সাধন করতে পারে না। বস্তুত তিনি হচ্ছেন সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা।
০১:
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীকা শারীকা লাহু , লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বদীর।
অর্থ: আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোন মাবূদ নেই। তিনি এক, তাঁর কোন শরীক নেই, রাজত্ব তাঁরই, প্রশংসা মাত্রই তাঁর, তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান। (মুসলিম-১/৪০৮
০২. আল্লাহুম্মা সাল্লি আ'লা মুহাম্মাদিও ওয়া' আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা 'আলা ইবরাহীমা ওয়া আলা আ-লি ইবরাহীমা ইন্নাকা হামীদুম মাজিদ। আল্লা হুম্মা বা-রিক আলা মুহাম্মাদিও ওয়া আ-লি মুহাম্মাদ, কামা বারাকতা 'আলা ইবরাহীমা ওয়া 'আলা আলি ইবরাহীম, ইন্নাকা হামীদুম মাজীদ।
০৩. আলহামদু লিল্লা -হিল্লাযী বিনি মাতিহী তাতিম্মুস সা-লিহা-ত, রাব্বানাগ ফিরলী ওয়ালিওয়া লিদাইয়া ওয়ালিল মু'মিনীনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব।
সর্ববিধ প্রশংসা সেই আল্লাহতায়ালার জন্য যার নিয়ামতে যাবতীয় নেক কাজসমূহ সম্পাদিত হয়। হে আল্লাহ আমাকে, আমার পিতা-মাতাকে এবং সকল মুমিনকে হিসেবের দিন ক্ষমা করে দিও।
০০. রাব্বির হামহুমা কামা রাববা ইয়ানী ছাগগীরা
০৪. আসতাগফিরুল্লাহাল আযীমাল লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি।
আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। যিনি ছাড়া ইবাদতের যোগ্য কোন মাবুদ নেই। তিনি চিরঞ্জীব সদা বিরাজমান, আর আমি তাঁরই কাছে তওবা করছি।
০৫.উচ্চারণ: সুবহা-নাল্লা-হ (৩৩ বার)। আলহাম্দুলিল্লা-হ (৩৩ বার)। আল্লাহু-আকবার (৩৩ বার)। লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহূ লা শারীকা লাহু; লাহুল মুল্কু ওয়া লাহুল হাম্দু ওয়া হুয়া ‘আলা কুল্লে শাইয়িন ক্বাদীর (১ বার)।
অর্থ : আল্লাহ তায়ালা
পূতপবিত্র। যাবতীয় প্রশংসা আল্লাহর
জন্য। আল্লাহ সবার চেয়ে
বড়। নেই কোন উপাস্য
একক আল্লাহ ব্যতীত; তাঁর
কোন শরীক নেই। তাঁরই
জন্য সমস্ত রাজত্ব ও
তাঁরই জন্য যাবতীয় প্রশংসা।
তিনি সকল কিছুর উপরে
ক্ষমতাশালী। (মুসলিম, মিশকাত হা/৯৬৬,
৯৬৭, ‘ছালাত’ অধ্যায়-৪,
‘ছালাত পরবর্তী যিকর’ অনুচ্ছেদ-১৮)।
বিপদ মুক্তির খতম-
লা ইলাহা ইল্লাল্লাহু ( আল্লাহ ব্যতীত অন্য কোন মাবুদ নেই)
কঠিন কাজ সহজ করার দোয়া/ কোন দুরুহ কাজে যাবার সময় নিম্মের দোয়া সমূহ পড়ে নেবেন---
বিসমিল্লাহহির রাহমানির রাহিম।
আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা -জা আলতাহু সাহলান ওয়া আনতা তাজ আলুল হাযনা ইযাশিতা সাহলান।
হে আল্লাহ কোন কাজই সহজসাধ্য নয়। তুমি যা সহজ করনি। তুমি ইচ্ছে করলে সব দুশ্চিন্তাকেও সহজ করতে পারো।- ইবনে সুন্নী-৩৫১ পৃস্টা।
লা ইলাহা ইল্লাল্লাহু ( আল্লাহ ব্যতীত অন্য কোন মাবুদ নেই)
কঠিন কাজ সহজ করার দোয়া/ কোন দুরুহ কাজে যাবার সময় নিম্মের দোয়া সমূহ পড়ে নেবেন---
বিসমিল্লাহহির রাহমানির রাহিম।
আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা -জা আলতাহু সাহলান ওয়া আনতা তাজ আলুল হাযনা ইযাশিতা সাহলান।
হে আল্লাহ কোন কাজই সহজসাধ্য নয়। তুমি যা সহজ করনি। তুমি ইচ্ছে করলে সব দুশ্চিন্তাকেও সহজ করতে পারো।- ইবনে সুন্নী-৩৫১ পৃস্টা।
০৬.আল্লাহুম্মাক ফিনীহিম বিমা শি'তা।
০৭.আল্লাহুম্মা ইন্না নাজ আলুকা ফী নুহূরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরু রিহিম।
০৮. হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
( আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম পরিচালনাকারী/বিধায়ক)-সহীই বুখারি
রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন :
ادعوا الله
وأنتم موقنون بالإجابة، واعلموا أن الله لا يستجيب من قلب غافل لاه. (رواه الترمذي
والحاكم وصححه الألباني في سلسلة الأحاديث الصحيحة برقم 594(
প্রার্থনা
কবুল হবে এ দৃঢ় বিশ্বাস রেখে তোমরা প্রার্থনা করবে। এবং জেনে রাখ আল্লাহ কোনো উদাসীন অন্তরের
প্রার্থনা কবুল করেন না। (তিরমিজী, হাকেম)মোনাজাত............................
০১.রাব্বানা আতিনা ফিদ্ দুনিয়া হাসিনাতাও অফিল আখিরাতি হাসিনাতাও অখিনা আজাবান নার।হে আল্লাহ আমাকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান কর। কবরের আযাব থেকে ফানা দাও।
০২.আল্লা-হুম্মাগ ফিরলী( হে আল্লাহ আমায় ক্ষমা কর),ওয়া রহামনী(রহমত কর), ওয়াহ দিনী( দীনের পথে/সৎ পথে পরিচালিত কর),ওয়া জবুরনী(জীবনের ক্ষয়ক্ষতি যা করেছি তা পূরণ করে দাও), ওয়া আফিনী(নিরাপত্তা দান কর), ওয়া রযুকনী(রিযিক দান কর), ও ওয়া রফানী( মর্যদা বৃদ্ধি করে দাও)।
০৩.আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ফিতনাতিন নিছায়ি ( হে আল্লাহ আমাকে নারী জাতির ফিতনা থেকে রক্ষা কর)
০৪. রাব্বিগ ফিরলী ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুরু( হে আল্লাহ মাফ করো, তওবা কবুল করো, নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী)
০৫.আল্লাহুম্মা বি মুহাম্মাদিও ওয়া আলি হিত্তায়্যিবীনাত্ ত্বাহিরীনা ওয়া সাহবিহিল মারযিয়্যীনা ইক্কযি হাজাতী ইয়া আকরামাল আক্রামীন।
হে আল্লাহ! মহানবী(স.) এর পবিত্র রুহ, পবিত্র বংশধর, সঙ্গীগণ যারা তোমার নৈকট্য পেয়েছে, তাদের উপলক্ষে আমার আবেদন পূর্ণকর। হে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সম্মানী!
০৬.ইয়া মালিকাল মুলক-৩ বার
লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রসুল্লালহ(স.)।
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আসতাগিসু।
আমিন।আমিন।