শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

মোনাজাত- স্ত্রী ও সন্তানের অকল্যাণ থেকে রক্ষার দোয়া

বিসমিল্লাহির...রাহিম

আল্লাহুম্মা ইন্নী মিন ইম্ রায়াতিন তুশাইয়্যিবুনী ক্বাবলাল মাশীবি ওয়া আউযুবিকা মিওওয়ালাদিই ইয়াকুনু আ'লাইয়া ওয়া বালাও ওয়া আউযুবিকা মিম্ মা ইয়াকুনু  আ'লাইয়া আ'যাবাও ওয়া আউযুবিকা মিনাশ শাক্কি ফিল হাক্কি বাআ'দাল ইয়াক্বীনি ওয়া আউ'যুবিকা মিনাশ শাইতানির রাজীম,ওয়া আউযুবিকা মিন শাররি ইয়াওমিদ্দীন।

বিশেষ মোনাজাত-০২

ক্ষমা ও তওবার দোয়া :
রাব্বি ইন্নী জালামতু নাফ্ ছী ফাগফিরলি ওয়া গাফারালাহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।আমিন।

বিশৃংখলাকারীদের ওপর জয়ী হবার দোয়া:

***

রাব্বি ইন্না ক্বাওমী ক্বাযযাবুন। ফাফ্ তাহ বাইনী ওয়া বাইনাহুম ফাতহান ওয়া নাজজিনী  ওয়া মামমাইয়া মিনাল মুমিনীন। 


১. রাব্বী নসুরনী আলাল কাওমিল মুফসিদীনা
২.রাব্বী নাজজিনী মিনাল ক্বাওমিজ্জোয়ালেমিন
৩.রাব্বি ইন্নী লা আমলিকু  ইল্লা নাফছি ওযা আখি ফাফরুখ বাইনানা ওয়া বাইনাল কাওমিল ফাছিক্বীন।
৪.রাব্বিগ ফিরলী ওয়ালী আখী ওয়াআদখিলনা ফি রাহমাতিকা ওয়া আনতা খাইরুর রাহিমীন।

বিপদ/মুছিবত/মোকাবেলায় নিচের দোয়া সমূহ পড়ুন :
আউযুবিল্লাহি মিনাশ শায়তোয়ানির রাহিম
০১.ইন্নালিল্লাহি ...রাজিউন। আল্লাহুমা আজিরনী ফি মুছিবাতি ওয়া আখলিফনি খাইরাম মিনহা।
০২.আল্লাহুম্মা ইন্না নাজ আলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরু রিহিম।
০৩.হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকীলু আলাল্লাহি তাওয়াকালনা
০৪.ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আসতাগীছু
০৫.আল্লা-হুম্মা ইয়াস-সির লানা -উমুরানা
০৬.রাব্বানা আফরিগ আলাইনা ছাবরাও ওয়া তাওয়াফ ফানা মুসলিমীন।
০৭. হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকীল নিমাল মাওলা ওয়ানিমান্নাছীর।
০৮. 



To protect yourself from enemies by pray to Allah

বিসমিল্লাহির রাহমানির রাহিম
01. রাব্বি ইন্না ক্বাওমি ক্বাযযাবূন। ফাফতাহ বাইনী ওয়া বাইনাহুম ফাত্হান ওয়া নাজজিনী ওয়া মাম্মাইয়া মিনাল মু'মিনীন।
অর্থ: ''হে আমার প্রতিপালক! নিশ্চয়ই আমার কওম আমাকে মিথ্যুক বলে অবিহিত করছে। তাই তুমি তাদের ও আমার মধ্যে একটা সুষ্ঠু বিচার ফায়সালা করে দাও এবং আমাকে ও আমার সঙ্গী মুমিনগনকে নাজাত দাও'। আমিন।

02. রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মালা-তাক্বাতালানা বিহ। ওয়াফু আন্না ওয়াগফিরলানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানছুরনা আলাল ক্বাওমিল কাফিরীন।

অর্থ: হে আমাদের রব! তুমি আমাদের প্রতি এমন গুরু দায়িত্ব চাপাইও না , যা বহন করার ক্ষমতা আমাদের নেই। আমাদের যাবতীয় পাপ মোচন কর এবং আমাদের ক্ষমা করে দাও এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের অভিবাবক। অতএব তুমি আমাদেরকে কাফেরগনের মোকাবেলায় সাহায্য কর।

শান্তিপূর্ণ জীবন যাপনে-প্রার্থনা :
রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া জুররিয়াতিনা কুররাতা আয়াইউনিও ওয়াজ আলনা লিল মুত্তাক্বিনা ইমামা। 
অর্থ: হে আমাদের রব। আমাদেরকে এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান কর যারা নয়ন প্রতিকর হয়। আর আমাদের মুত্তাকীনদের জন্য আদর্শবান কর। আমিন।



বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭

হে আল্লাহ! আমাকে তুমি রক্ষা করো


বিসমিল্লাহহির রাহমানির রাহিম
 মহান আল্লাহতায়ালার কাছে একান্ত ভাবে চাওয়া: 
১.ইয়া ক্কাযিয়াল্ হায়াত(হে আবশ্যকতা পূর্ণকারী)

২.ইয়া কাফিয়াল মুহিম্মাত(হে বৃদ কাজ সমাধাকারী)
৩.ইয়া দা-ফিয়াল বালিয়াত(হে বিপদ ধ্বংসকারী)
৪.ইয়া মুজিবাদ্দাওয়াত(হে প্রাথর্না কবুলকারী)
৫.ইয়া গাওসু আগিসনি ওয়া আমদিদনী(হে প্রাথর্না গ্রহণকারী, আমার প্রাথর্না গ্রহণ কর-আমাকে সাহায্যকর)
৬.আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতাহা আলাইহে ওয়া আউযুবিকা মিং শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহে।( স্ত্রীর অকল্যাণ,স্বভাবের অকল্যাণ হতে পানা চাই)
৭.আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা(হে আল্লাহ! আমার সব কাজ সহজ করে দিন)
৮. আলহামদুলিল্লাহি আ’লা কুল্লি হালিন(সর্বাস্থায় আমি আল্লাহর শোকর করছি)
৯.ইয়া মালিকালমুলক-(পরনির্ভরশীলতা থেকে রক্ষার দোয়া)
১০.ইয়া কাভিয়্যু, ইয়া মাতিনু( ১৩০)

১১.রাব্বিগ ফিরলী ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুরু( হে আল্লাহ মাফ করো, তওবা কবুল করো,নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী ও ক্ষমাশীল)

১২.কাল্লাত হিল্লাতি আনতা উচিলাতি আদরাকানি ইয়া রসুল্লাহ(স.)-২৭বার দৈনিক
১৩.আল্লাহুম্মা বি মুহাম্মাদিও ওয়া আলিহিত্তায়্যিবীনাত ত্বাহিরীনা ওয়া সাহ্ই বিহিল মারযিয়্যীনা ইক্কযি হাজাতী ইয়া আক্রামাল আকরামীন।(হে আল্লাহ! মহানবী(স.) এবং তাঁর পবিত্র রুহ,সম্মানিত বংশধর,সঙ্গীগণ যারা তোমার নৈকট্য পেয়েছে,তাদের উপলক্ষে আমার আবেদন পূর্ণ কর।হে সর্বাপেক্ষা সম্মানী। আমিন। 

Read Daily Dua

                                            বিসমিল্লাহির রহমানির রহিম ০১.  Read Daily Dua  সিজদায় গিয়ে পড়ুন: ১১বার ইয়াকা না বুদু, ও ইয়াক...