বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

Read Daily Dua

 

                                         বিসমিল্লাহির রহমানির রহিম

০১. Read Daily Dua সিজদায় গিয়ে পড়ুন: ১১বার

ইয়াকা না বুদু, ও ইয়াকা নাস্তাইন (আমি তোমরই ইবাদত করি, তোমারই সাহায্য চাই)।

০২. আল্লা-হুস সামাদ্ ( আল্লাহ অভাব মুক্ত/অমুখাপেক্ষি)।

০৩. প্রতিদিন হাটাচলা,বসতে উঠতে, নামাজ শেষে ,কাজের মধ্যে, শুধু লা ইলাহা ইল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ পড়ুন-১০০ তার বেশি

০৩. সারাদিনের ওজিফা পাঠৈর চেয়ে এই চারটি বাক্য তিনবার পড়লেই ওজিফার চেয়ে ওজনে ভারি হবে।

”সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অদাদা খলকিহি, ওয়া রিদ্ধা নাফসিহি, ওয়া জিনাতা আরশিহি, ওয়া মিদাদা কালিমাতিহি।”

অর্থ : আমি আল্লাহ প্রশংসাসমেত পবিত্রতা ঘোষণা করছি। তার সৃষ্ঠিকূলের সংখ্যার পরিমাণ,তিনি সন্তষ্ট হওয়া পরিমাণ, তার আরশের ওজন সমপরিমাণ, তার কথা লিপিবদ্ধ করার কালির পরিমাণ।”মুসলিম-২৭২৬

০৪.  হাসবিয়াল্লা-হু   লা- ইলা-হা ইল্লা-হুয়া, আলাইহি তাওয়াককালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযিম।(সূরা তওবা,১২৯)

আমার জন্য আল্লাহই যথেষ্ট ,তিনি ছাড়া অন্য কোন উপাস্য নেই, আমি তার ওপরই নির্ভর করি এবং তিনি মহা আরশের অধিপতি।

০৫. আসতাগ ফিরুল্লাহা……………………………আতুবু ইলাহি।

দরুদ শরীফ ও মোনাজাত Read Daily Dua 

০৬.রব্বানা আতিনা ফিদ….অখিনা আজাবাননার (সিজদায় ৩বার বেশি লাভ)

০৫. রব্বানা আ-তিনা মিললাদুনকা রহমাতাও ওয়া হাইয়্যিলানা-মিন আমরিনা- রশাদা।

(হে আমাদের প্রতিপালক! তুমি তোমার তরফ হতে আমাদের কে রহমত দান কর এবং আমাদের জন্য আমাদের কাজ কর্ম সঠিকভাবে পূর্ণ হবার ব্যবস্থা করে দাও। সূরা-কাহ্ফ-১০

০৬.রাব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মূ’মিনান ওয়ালিল মূ’মিনীনা ওয়াল মু’মিনাত।

হে আমার প্রতিপালক! আমাকে এবং আমার পিতা মাতাকে এবং ঐসকল লোকদিগকে যারা ঈমান এনে আমার ঘরে প্রবেশ করেছে আর অন্যান্য সকল ঈমানদার পুরুষ ও নারীদেরকে ক্ষমা করে দিন। আমিন।

০৭.রব্বি হাবলী মিনাছ্  ছা-লিহিন। ইন্নাকা আনতাস সামিউদ দোয়া ।২য় অংশের অর্থ(আপনি অবশ্যই প্রার্থনা শ্রবণকারী)।

০৮. লা ইলাহা ইল্লা আন্তা……………জলিমিন।

০৯. সুবহানাল্লিাহি ওয়ালহামদু লিল্লাহি ওয়া লা-ইলাহা  ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।(চাচাকেসব সময় পড়তে পরামর্শ দেন নবীজী(স.)।Read Daily Dua 

বুধবার, ১৯ জুলাই, ২০২৩

সর্বপ্রকার রোগ মুক্তির দোয়া

 বিসমিল্লাহির রহমানির রহিম

দৈনন্দিন অজিফা পাঠ , নামাজ শেষে 24hrs Jikir

০১. সিজদায় গিয়ে পড়ুন: ১১বার

ইয়াকা না বুদু, ও ইয়াকা নাস্তাইন (আমি তোমরই ইবাদত করি, তোমারই সাহায্য চাই)।

০২. আল্লা-হুস সামাদ্ ( অমুখাপেক্ষি)। এবং ওয়াল্লা-হুল্ গানিইয়্যু(আল্লাহ অভাব মুক্ত)। 

০৩. প্রতিদিন হাটাচলা,বসতে উঠতে, নামাজ শেষে ,কাজের মধ্যে, শুধু বিসমিল্লাহ পড়ুন-১০০ তার বেশি

০৩. সারাদিনের ওজিফা পাঠৈর চেয়ে এই চারটি বাক্য তিনবার পড়লেই ওজিফার চেয়ে ওজনে ভারি হবে।

”সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অদাদা খলকিহি, ওয়া রিদ্ধা নাফসিহি, ওয়া জিনাতা আরশিহি, ওয়া মিদাদা কালিমাতিহি।”

অর্থ : আমি আল্লাহ প্রশংসাসমেত পবিত্রতা ঘোষণা করছি। তার সৃষ্ঠিকূলের সংখ্যার পরিমাণ,তিনি সন্তষ্ট হওয়া পরিমাণ, তার আরশের ওজন সমপরিমাণ, তার কথা লিপিবদ্ধ করার কালির পরিমাণ।”মুসলিম-২৭২৬

০৪.  হাসবিয়াল্লা-হু   লা- ইলা-হা ইল্লা-হুয়া, আলাইহি তাওয়াককালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযিম।(সূরা তওবা,১২৯)

আমার জন্য আল্লাহই যথেষ্ট ,তিনি ছাড়া অন্য কোন উপাস্য নেই, আমি তার ওপরই নির্ভর করি এবং তিনি মহা আরশের অধিপতি।

০৫. আসতাগফিরুল্লাহিল্লাযী  লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুলকাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।

দরুদ শরীফ ও মোনাজাত

০৬.রব্বানা আতিনা ফিদ….অখিনা আজাবাননার (সিজদায় ৩বার বেশি লাভ)

০৫. রব্বানা আ-তিনা মিললাদুনকা রহমাতাও ওয়া হাইয়্যিলানা-মিন আমরিনা- রশাদা।

(হে আমাদের প্রতিপালক! তুমি তোমার তরফ হতে আমাদের কে রহমত দান কর এবং আমাদের জন্য আমাদের কাজ কর্ম সঠিকভাবে পূর্ণ হবার ব্যবস্থা করে দাও। সূরা-কাহ্ফ-১০

০৬.রাব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মূ’মিনান ওয়ালিল মূ’মিনীনা ওয়াল মু’মিনাত।

হে আমার প্রতিপালক! আমাকে এবং আমার পিতা মাতাকে এবং ঐসকল লোকদিগকে যারা ঈমান এনে আমার ঘরে প্রবেশ করেছে আর অন্যান্য সকল ঈমানদার পুরুষ ও নারীদেরকে ক্ষমা করে দিন। আমিন।

০৭.রব্বি হাবলী মিনাছ্  ছা-লিহিন। ইন্নাকা আনতাস সামিউদ দোয়া ।২য় অংশের অর্থ(আপনি অবশ্যই প্রার্থনা শ্রবণকারী)।

০৮. লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নিকুনতুম মিনাজ জলিমিন।

০৯. সুবহানাল্লিাহি ওয়ালহামদু লিল্লাহি ওয়া লা-ইলাহা  ইল্লাল্লাহু ওয়াল্লহু আকবার।

(চাচাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণে পাঠ করার পরামর্শ দেন নবীজী(স.)।#24hrs Jikir


সর্বপ্রকার রোগ থেকে মুক্তির দোয়া


মৃত্যু ছাড়া সর্বপ্রকার রোগ থেকে মুক্তি লাভের জন্য যে দোয়া পাঠ করবেন

ক.) আয়াতে শিফা 

বিসমিল্লাহির রাহমানির রহিম। 

ওয়া ইয়াশ ফি সুদূরা কাওমিম মুমিনীন। ওয়া শিফাউল্ লিমা ফিস সুদূর। ইয়াখরুজু মিম বুতুনিহা শারাবুম মুখতালিফুন আল ওয়ানুহু ফীহি শিফাউল লিন নাস। ওয়ানুনাযযিলু মিনাল কুরআনি মা হুওয়া শিফাউও ওয়া রাহমাতুল লিল মুমিনীন। ওয়া ইযা মারিদতু ফাহুওয়া ইয়াশফীন্  কুল লিল্লাযীনা আমানূ হুদাও ওয়া শিফাআ।

সন্তানের রোগ মুক্তির দোয়া-শুধু সন্তান কেন সবার জন্য প্রযোজ্য। এই দোয়া পড়ে পড়ে ফু দেবেন শরীরে। সক্ষম রোগী নিজে পড়বেন।  

খ.) দরুদে শিফা 

খ. বাংলা উচ্চারণ :  আল্লাহুম্মা ছাল্লি আ'লা সাইয়্যিদনা মুহাম্মদিম বিআ'দাদি কুল্লি দায়িও ওয়া দাওয়াই ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিও শিপায়িন। 

গ.) উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি; ওয়াল জুনুনি; ওয়াল ঝুজামি; ওয়া সাইয়্যিয়িল আসক্বাম।’


ঘ.) উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আ’মালি ওয়াল আহওয়ায়ি, ওয়াল আদওয়ায়ি।’

অর্থ : হে আল্লাহ! নিশ্চয়ই আমি তোমার কাছে খারাপ (নষ্ট-বাজে) চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা এবং বাজে অসুস্থতা ও নতুন সৃষ্ট রোগ বালাই থেকে আশ্রয় চাই।’ (তিরমিজি)

ঙ.) সর্বপ্রকার রোগ থেকে মুক্তির দোয়া, কঠিন রোগ মুক্তির দোয়া

সুবহানাল্লাহিল আযিমী ওয়াবিদামদিহী ওয়ালা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহি। 



দোয়া কুনুত বাংলা উচ্চারণ(2023)

আল্লাহুম্মা ইন্না নাস্‌তাঈ’নুকা, ওয়া নাস্‌তাগ্‌ফিরুকা, ওয়া নু’’মিনু বিকা, ওয়া নাতাওয়াক্কালু ‘আলাইকা, ওয়া নুছনী আলাইকাল খাইর। ওয়া নাশ কুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখলাউ’, ওয়া নাতরুকু মাঁই ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না’বুদু ওয়া লাকানুসল্লী, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস’আ, – ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা – আযাবাকা, ইন্না আযাবাকা বিল কুফ্‌ফারি মুলহিক্ব।

দোয়া কুনুত বাংলা অর্থ(2023)

হে আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই, তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল, মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি অকৃতজ্ঞ হই না, এবং যারা তোমার অবাধ্য হয় তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে তাদেরকে পরিত্যাগ করি। হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি তোমারই জন্য নামায পড়ি এবং তোমাকেই সিজদাহ করি, আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত, আশা করি এবং তোমার আযাবকে ভয় করি আর তোমার আযাবতো কাফেরদের জন্যই র্নিধারিত।

#মৃত্যু ছাড়া সর্বপ্রকার রোগ থেকে মুক্তি লাভের জন্য যে দোয়া পাঠ করবেন

#১০ টি রোগ থেকে মুক্তির দোয়া

#রোগ মুক্তির প্রার্থনা

#সন্তানের রোগ মুক্তির দোয়া

#24hrs Jikir

#সর্বপ্রকার রোগ থেকে মুক্তির দোয়া

#রোগ মুক্তির জিকির

লা ইলাহা ইল্লাল্লাহ

#আইয়ুব নবীর রোগ মুক্তির দোয়া

#পেটের রোগ থেকে মুক্তির দোয়া

শনিবার, ২০ মে, ২০২৩

গুরুত্বপূর্ণ দোয়া, মুনাজাতের দোয়া(২০২৩ আপডেট)

 

রাসুলুল্লাহ(.) বলেন:

কোন কিছুই তাকদিরকে পরিবর্তন করতে পারে না, দোয়া ব্যাতীতনিশ্চয় যে বিপদ নাযিল হবার কথা ছিল, দোয়ার কারণে তা উঠিয়ে নেয়া হয়, যে নিয়ামত অবতীর্ণ হবার কথা ছিল না, তা অবতীর্ণ করা হয়হে আল্লাহর বান্দাগণ তোমরা বেশি বেশি দোয়া কর 

দোয়া কখন বেশি কবুল হয় ? 

সিজদায় পরে, বা ফরজ নামাজ শেষে দোয়া কবুল হয়ভোর রাতে দোয়া বেশি কবুল হয়

বিসমিল্লাহির রাহমানির রাহিম

রাব্বি আউজুবিকা মিন হামাযাতিশ শায়াতীন(শয়তানের প্ররোচনা হতে হে আল্লাহ তোমার নিকট আশ্রয় চাই)।

আল্লাহর উপর ভরসা(তাওয়াক্কুল)

০১. হাসবিয়াল্লা-হু লা-ইলাহা ইল্লা-হুয়া, লাইহি তাওয়াক্কালতু, ওয়া হুওয়া রব্বুল আরশিল আযীম

আল্লাহ-ই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোন সত্য মাবুদ নাই, আমি তাঁর উপরই ভরসা করি, আর তিনি মহান আরশের রব

(সকাল-বিকেল ৭বার করে পড়ুন)

০২. লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জলিমিন।-প্রতিবার ৩৩ বার বা তার বেশি

০৩. ‘ইয়া-হাইয়্যু ইয়া-কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগিছ-প্রতিবার ৩৩ বার বা তার বেশি

রাসুলুল্লাহ(.) বলেন:

দোয়া ছাড়া আর কিছুই তাকদীর উল্টাতে পারে না মানুষের উপকার কল্যাণের কাজেই শুধু আয়ু বৃদ্ধি পায়গোনাহ করার কারণে রিযিক বঞ্চিত হয়তিরমিযি:/৪৪৮

০৪. আল্লাহুম্মা ইন্নী উযুবিকা মিন জাহদিল বালা-য়ে, ওয়া দারকিশ শাকা-য়ে, ওয়া সূইল কদায়ি ওয়া শামাতাতিল দা 

হে আল্লাহ,অবশ্যই আমি তোমার নিকট কঠিন দূরাবস্থা, দুভার্গ্যের নাগাল, মন্দভাগ্য এবং দুশমনের হাসি থেকে রক্ষা চাইছি

 

.আল্লা-হুম্মা ইন্নী উযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আউযুবিকা মিনাল- আজযি ওয়াল-কাসালি, ওয়া আউযুবিকা মিনালবুখলি ওয়াল-জুবনি, ওয়া আউযু বিকা মিন দ্বালায়িদ্দাইনি ওয়া গালাবাতির রিজা-(বুখারি:২৮৯৩)

অর্থ: ‘হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুচিন্তা দু: থেকে, অপারগতা অলসতা থেকে,কৃপণতা ভীরুতা থেকে, ঋণের ভার মানুষের দমন-পীড়ন থেকে

ঋণ পরিশোধের দোয়া

. আল্লা-হুম্মাক ফিনী বিহালা-লিকাআন হারা-মিকা ওয়া আগনিনী বিফাদলিকাআম্মান সিওয়া-

অর্থ: হে আল্লাহ !তুমি তোমার হারাম বস্তু হতে বাচিয়ে তোমার হালাল রিযিক দ্বারা আমাকে পরিতুষ্ঠ দান কর (হালাল রুযিই যেনো আমার জন্য যথেষ্ট হয়) এবং হারামের দিকে যাওয়ার প্রয়োজন প্রবণতাবোধ না করি এবং তোমার অনুগ্রহ অবদান দ্বারা তুমি ব্যতিত অন্য সকল হতে আমাকে অমুখাপেক্ষী করে দাও।


পাহাড়সম
ঋণ থেকে মুক্তির দোয়া

.আল্লাহম্মা ফা-রিজাল হাম্ম, ওয়া কা-শিফাল গাম্ম, ওয়া মুজীবা দাওয়াতিল মুযতাররীন, রাহমা-নাদ্দুনইয়া ওয়াল আখিরাহ ওয়া রাহীমাহুমা, আনতা তারহামুনী ফারহামনী বিরাহমাতিন্ তুগনিনী বিহা আন রাহমাতি মান ছিওয়াক(কিতাবুল আছার:/১৭৮)

অর্থ: হে আল্লাহ , আপনি পেরেশানি দূর করার মালিক,যত চিন্তা আছে সব চিন্তা লাঘবকারী, যারা দুর্দশাগ্রস্ত হতে হতে দেয়ালে পিঠ ঠেকে গেছে সে সব নিরুপায় মানুষের দাওয়াত আহবানে সাড়া দানকারী, দুনিয়া এবং আখিরাতে আপনি রহমান, উভয় জগতে আপনি রাহিম, আপনি আমাকে দয়া করুন, সুতরাং আমাকে এমন অনুগ্রহ দ্বারা দয়া করুন, যা আপনি ছাড়া অন্য সবার অনুগ্রহ থেকে আমাকে সম্পূর্ণ অমুখাপেক্ষি করে দেবে

 ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা-১.

লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াসতাগফির‌ লিযামবিকা  ওয়া লিলমু'মিনীনা ওয়াল্ মু'মিনা-তি। -সূরা মুহাম্মদ:১৯

“(হে নবী) নিজের ত্রুটির জন্য এবং মুমিন পুরুষ নারীর জন্য ক্ষমা প্রার্থনা করুন“-সূরা মুহাম্মদ:১৯

ওয়াসতাগ ফিরিল্লা-হা ইন্নাল্লা-হ কা-না কা-না গাফুুরার রাহীমা। 

আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন তিনি বড়ই ক্ষমাশীল দয়ালু(সূরা নিসা:১০৬)

ফাছাববিহ বিহামদি রববিকা ওয়াছতাগফিরহু, ইননাহু কা-না তাওওয়া-বা

অত:পর তুমি তোমার রবের প্রশংসা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো অবশ্যই তিনি তাওবা কবুলকারী_সূরা: আন্ নাসর-

 ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা-

মুমিনগণ! তোমরা আল্লাহর নিকট আন্তরিকভাবে তাওবা করো, তাহলে তোমাদের প্রতিপালক তোমাদের মন্দকর্মসমূহ মিটিয়ে দেবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিতসূরা আত্ তাহরীম:

অবশ্যই ভালো কাজ সমূহ মুছে ফেলে মন্দ কাজ সমূহকে(সূরা হুদ:১১৪)

আস্তাগফিরুল্লাহিল্লাযী লা-ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল হাইয়্যুলকাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি

০৮. আসতাগ ফিরুল্লা-হাল আযিমাল্লাযী লা- ইলা-হা  ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুমু ওয়া 'আতূবু ইলাইহি।

বাংলা -'আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। যিনি ছাড়া ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব সদা বিরাজমান,আর আমি তারঁই নিকট তওবা করছি।

০৯. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীকা শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বদীর।

অর্থ: আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোন মাবূদ নেই। তিনি এক, তাঁর কোন শরীক নেই, রাজত্ব তাঁরই, প্রশংসা মাত্রই তাঁর, তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান।  (মুসলিম-১/৪০৮)


১০. বিপদ মুক্তির খতম লা ইলাহা ইল্লাল্লাহু(গুনাহ মাফ,ওজনে ৭ আসমান ৭জমিনের চেয়ে ভারী, সর্বোত্তম যিকির)

-লা ইলাহা ইল্লাল্লাহু(আল্লাহ ব্যতীত অন্য কোন মাবুদ নেই)১০০বার

১১. আল্লাহুম্মা সাল্লি আ'লা মুহাম্মাদিও ওয়া' আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা  'আলা ইবরাহীমা ওয়া আলা আ-লি ইবরাহীমা  ইন্নাকা হামীদুম মাজিদ। আল্লা হুম্মা বা-রিক আলা মুহাম্মাদিও ওয়া আ-লি মুহাম্মাদ, কামা বারাকতা  'আলা ইবরাহীমা ওয়া 'আলা আলি ইবরাহীমা, ইন্নাকা হামীদুম মাজীদ।

১২. রাসুল্লাহ(স.) বলেছেন,দুটি কলেমা মহান আল্লাহতায়ালার নিকট খুবই প্রিয়-

ক) সুবহা-নাল্লা-হি ওয়াবি হামদিহী  সুবহা-নাল্লা-হিল আযীম।(ওয়াবি হামদিহী  আজতাগফিরুল্লাহ)-ফজরের নামাজ শেষে ১০০বার

অর্থ- আল্লাহর প্রশংসা করার সঙ্গে সঙ্গে তাঁর পবিত্রতা বর্ণনা করছি। কি পবিত্র মহান আল্লাহ।

(বুখারী-৭/১৬৮)

১৩) আল্লাহর চারটি প্রিয় কালাম

সুবাহানাল্লাহি, ওয়াল হামদু লিল্লাহি , ওয়ালা ইলা হা ইল্লাল্লাহু, ওয়াল্লা-হু আকবার(মুসলিম-২১৩৭)

সাইয়েদুল ইস্তেগফার

আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খলাকতানী , ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা, ওয়া ওয়াদিকা, মাসতাত্বতু, আউযুবিকা মিন শার রিমা ছানাতু

আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়্যা ওয়া আবূউলাকা বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহু লা ইয়াগফিরুয্ যুনুবা ইল্লা আনতা

১৪) আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা,ওয়া উযু বিকা মিনান্নার

১৫)  ফাক্কোল তুসতাগফিরু রাব্বাকুম, ইন্নাহু কানা গাফফারা।

অর্থ: (অনন্তর আমি বলেছি, তোমরা প্রতিপালকের নিকট স্বীয় অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা কর।)

ইউরসিলিস সামায়া আলাইকুম মিদরারা।

(তিনি তোমাদের জন্য আকাশ হতে বৃস্টি বর্ষন করবেন।)

ওয়া ইউমদিদকুম বিআম ওয়ালিও ওয়া বানীনা । ওয়া ইয়াজ আল লাকুম জান্নাতিও  ওয়া ইয়াজ আল লাকুম আনহারা।

(এবং তিনি তোমাদিগকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন। তোমাদের জন্য উদ্যান সমূহ সৃষ্টি করবেন।)

১৬.উচ্চারণ: সুবহা-নাল্লা-হ (৩৩ বার)। আলহাম্দুলিল্লা-হ (৩৩ বার)। আল্লাহু-আকবার (৩৩ বার)। লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহূ লা শারীকা লাহু; লাহুল মুল্কু ওয়া লাহুল হাম্দু ওয়া হুয়া আলা কুল্লে শাইয়িন ক্বাদীর (১ বার)।

                                                                                বিসমিল্লাহির রাহমানির রাহিম

০১. দৈনিক পড়ুন:

.   লা ইলাহা ইল্লা ল্লাহ১০০/২০০/৫০০/১০০০ বার

.  আল্লাহুস সামাদ-১০০বার

.  আগিছনী ইয়া রহমান

.  ইয়া যি জালা-লি  ওয়াল্  ইকর-ম।(যিনি সম্মান ও মহত্বের অধিকারী)

. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

নবী করিম(স.) বলেছেন, যে ব্যক্তি দৈনিক ১০০ বার এটি পাঠ করবে তার পাপ সমূহ মুছে ফেলা হয়, যদিও পাপ সাগরের ফেনা রাশির সমান হয়ে থাকে।

ইয়া-ওয়া ছি-(হে অসীম)-আসরের নামাজ শেষে ১০০বার দ্রুত ধনী হতে

ইয়া রাব্বুলইয়া গনিউ-১১০০বার নিরিবিলি পড়ুন

২৫. রাব্বিগ ফিরলী ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুরু ( হে আল্লাহ আমায় ক্ষমা করো, তওবা কবুল করো,নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী ও ক্ষমাশীল।)(সর্বদা পড়িবে)

(সর্ব প্রকার অভাব অভিযোগ থেকে মুক্তির জন্য)

১২. আলহামদু লিল্লাহি আলা কুল্লি হালিন  (সর্বাবস্থায় আমি আল্লাহর শোকর আদায় করছি)

১৩. ইয়া ওয়ালীউ/  ( হে জিন্মদার)- ওযুসহ পড়বেন-১১বার

১৪. ইয়া গাফুরু(দু:খ কষ্ট দূর করার জন্য )

১৫.ইয়া মুযিল্লু  (হিংসুক,জালেম,শত্রু, থেকে নিরাপদ থাকতে)

১৬.  ইয়া মু'ইজ্জু( হে সম্মানদাতা)-৪০বার বাদ মাগরিব.

১৭.ইয়া রাফিউ( হে উচ্চ পদে আসীনকারী) মধ্যরাতে ১০০০বার

১৮.ইয়া কাইয়্যুমু ( হে বিশ্ব সত্তার ধারক ও কারক) -নির্জনে পাঠে স্বচ্ছলতা আনে

১৯.ইয়া ক্বাদিরু(হে শক্তিমান)-৪১বার -শত্রুকে অপমানিত করতে

২০.ইয়া গনিয়্যু- দৈনিক ৭০ বার

২১. ইয়া মুগনীউ (হে ধন দানকারী)-৭০বার

২২.ইয়া রাউফু (ত্রোধ দমন করতে ১০ বার আর দরুদ শরীফ ১০বার)

২৩.ইয়া মালিকাল মুলক-(পর নির্ভরশীলতা থেকে রক্ষায়)- যিকির করুন

২৪.ইয়া হাইউ(ফেরেসতাগণ সর্বদা এ নাম জিকির করেন। আহার নিদ্রার দরকার হয় না)

২৫. উচ্চারণ: হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকীলু আলাল্লাহি তাওয়াক্কালনা।

অর্থ: আল্লাহই আমাদের যথেষ্ট।তিনিই উত্তম কার্য নির্বাহক এবং তাঁর উপরই আমাদের ভরসা ।(রাতে ঘুমাবার আগে৩৩ বার)

২৬ক.

টাকা পয়সা,ধন সম্পদ বৃদ্ধি,প্রাপ্তি, সব সমস্যা দূর করতে বিসমিল্লাহহির রহমানির রহিমসহ পড়ুন-

০১. সালামুন কওলাম মীর রাব্বির রাহীম’-আয়াত ৫৮, সূরা ইয়াসিন।

০২. দরুদ-৫বার- আল ওয়াজেদু-১১বার-দরুদ ৫বার

০৩.লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

০৪. লা ইলাহা ইল্লাহুল মালিকুল হাক্কুল মোবিন।

(দুনিয়া ও পরকালের কল্যাণ লাভের দোয়া)

সব সময় চলতে ফিরতে পড়তে থাকুন।

০৬. রিজিক বৃদ্ধির জন্য সূরা কাওসারের আমল করুন বেশি বেশি।বিসমিল্লাহির রহমানির রহিম।

ইন্না আতইনা কাল কাউসার……………………….হুয়াল আবতার।১১বার দরুদ-১১বার সূরা কাউসার-১১বার দরুদ।

দারিদ্রতা দূর করার অব্যর্থ দুয়া

হযরত ওমর ফারুক রা. বর্ণনা করেন, যে ব্যক্তি বাজার দিয়ে যাওয়ার সময় এ দুয়াটি পাঠ করবে, সে ব্যক্তির আমলনামায় দশ লাখ নেকি লেখা হবে এবং তার আমলনামা থেকে দশ লাখ গুনাহ মুছে দেয়া হবে।

২৭খ. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, লা শারিকা লাহু, লাহুল মুলক, ওয়ালাহুল হামদ, ইউহই ওয়া ই মিতু, বিয়াদিহিল খাইর, ওহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।

অর্থ:আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই।তিনি একক। তাঁর কোন শরিক নেই।তাঁর জন্যই বাদশাহী ও রাজত্ব এবং তাঁর জন্যই সমস্ত প্রশংসা। তিনি জীবন দেন, মৃত্যু দেন। তিনি জীবিত আছেন, মারা যাবেন না কখনোই। সমস্ত কল্যাণ তাঁর নিয়ন্ত্রণে এবং তিনি সমস্ত কিছুর ওপর ক্ষমতাবান।’(তিরমিযি)

বাড়ি থেকে বের হবার সময় দোয়া

বিসমিল্লাহি তাওয়াককালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ

ইজ্জ্বত রক্ষার দোয়া :

আল্লাহুম্মা মালিকামুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানযিউল মুলকা মিম্মান তাশাউ, ওয়াতুইযযু মান তাশাউ ওয়া তুজিল্লু মানতাশাউ বিইয়াদিকাল খাইর ইন্না আলা কুল্লি শাইয়্যিন কাদীর

দুরুদে ইব্রাহীম ২ (দরুদ শরীফ )

বাংলা উচ্চারণঃ আল্লা-হুম্মা সল্লি আ’লা মুহাম্মাদিওঁ-ওয়া আ’লা আ-লি মুহা’ম্মাদ, ওয়া বারিক আ’লা মুহাম্মাদিওঁ-ওয়া আ’লা আলি মুহা’ম্মাদ, কামা সল্লাইতা ওয়া বারাকতা আ’লা ইবরাহীমা ওয়া আ’লা আ-লি ইব্রাহীম, ইন্নাকা হা’মীদুম মাজীদ।

বাংলা অর্থঃ হে আল্লাহ! আপনি মুহাম্মাদ এবং তাঁর পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করুন এবং বরকত দান করুন, যেমনিভাবে আপনি ইব্রাহীম এবং তাঁর পরিবারের প্রতি শান্তি ও বরকত দান করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহান।

ছোট দরুদ শরীফ

বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা সল্লি আ’লা মুহা’ম্মাদিওঁ-ওয়া আ’লা আলি মু’হাম্মাদ।

অর্থঃ হে আল্লাহ! আপনি মুহা’ম্মদ এবং তাঁর পরিবার-পরিজনদের উপর রহমত বর্ষণ কর।

উৎসঃ সুনানে নাসায়ীঃ হাদীস নং-১২২৫, হাদীসটি সহীহ।

اবাংলা উচ্চারণঃ আল্লা-হুম্মা সল্লি ওয়া সাল্লিম আ’লা নাবিয়্যিনা মুহা’ম্মাদ।

অর্থঃ হে আল্লাহ! আপনি আমাদের নবী মুহাম্মাদের উপর সালাত ও সালাম বর্ষণ করুন।

সবচাইতে ছোট যেই দুরুদ পড়া যায়ঃ (তবে নামাজে নয়)

ছোট দরুদ শরীফ বাংলা

উচ্চারণঃ সল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম।

অর্থঃ আল্লাহ তাঁর (মুহা’ম্মদের) প্রতি সালাত (দয়া) ও সালাম (শান্তি) বর্ষণ করুন।


উপরের দোয়া সমূহ আরবি, সূরাসমূহ পবিত্র কোরআন দেখে দেখে পড়লে সবচেয়ে ভাল ও উপকারী। ( বাংলা অপূর্ণ অর্থ )

আল্লাহতায়ালা যেভাবে পড়তে বলেছেন সেভাবে পড়া ভাল। 

#ছোট দোয়া সমূহ #সুন্দর দোয়া #সর্বশ্রেষ্ঠ দোয়া #আল্লাহুম্মা দিয়ে সকল দোয়া #সবচেয়ে দামি দোয়া #কোরআনের শ্রেষ্ঠ দোয়া

#সবচেয়ে দামি দোয়া #ছোট দোয়া সমূহ #প্রতিদিনের আমল ও দোয়া #শ্রেষ্ঠ দোয়া সমূহ #জরুরী দোয়া সমূহ #আল্লাহুম্মা দিয়ে সকল দোয়া

#প্রতিদিনের দোয়া সমূহ #মুনাজাতের দোয়া সমূহ

Read Daily Dua

                                            বিসমিল্লাহির রহমানির রহিম ০১.  Read Daily Dua  সিজদায় গিয়ে পড়ুন: ১১বার ইয়াকা না বুদু, ও ইয়াক...