সবার জন্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সবার জন্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৯ জুলাই, ২০২৩

সর্বপ্রকার রোগ মুক্তির দোয়া

 বিসমিল্লাহির রহমানির রহিম

দৈনন্দিন অজিফা পাঠ , নামাজ শেষে 24hrs Jikir

০১. সিজদায় গিয়ে পড়ুন: ১১বার

ইয়াকা না বুদু, ও ইয়াকা নাস্তাইন (আমি তোমরই ইবাদত করি, তোমারই সাহায্য চাই)।

০২. আল্লা-হুস সামাদ্ ( অমুখাপেক্ষি)। এবং ওয়াল্লা-হুল্ গানিইয়্যু(আল্লাহ অভাব মুক্ত)। 

০৩. প্রতিদিন হাটাচলা,বসতে উঠতে, নামাজ শেষে ,কাজের মধ্যে, শুধু বিসমিল্লাহ পড়ুন-১০০ তার বেশি

০৩. সারাদিনের ওজিফা পাঠৈর চেয়ে এই চারটি বাক্য তিনবার পড়লেই ওজিফার চেয়ে ওজনে ভারি হবে।

”সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অদাদা খলকিহি, ওয়া রিদ্ধা নাফসিহি, ওয়া জিনাতা আরশিহি, ওয়া মিদাদা কালিমাতিহি।”

অর্থ : আমি আল্লাহ প্রশংসাসমেত পবিত্রতা ঘোষণা করছি। তার সৃষ্ঠিকূলের সংখ্যার পরিমাণ,তিনি সন্তষ্ট হওয়া পরিমাণ, তার আরশের ওজন সমপরিমাণ, তার কথা লিপিবদ্ধ করার কালির পরিমাণ।”মুসলিম-২৭২৬

০৪.  হাসবিয়াল্লা-হু   লা- ইলা-হা ইল্লা-হুয়া, আলাইহি তাওয়াককালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযিম।(সূরা তওবা,১২৯)

আমার জন্য আল্লাহই যথেষ্ট ,তিনি ছাড়া অন্য কোন উপাস্য নেই, আমি তার ওপরই নির্ভর করি এবং তিনি মহা আরশের অধিপতি।

০৫. আসতাগফিরুল্লাহিল্লাযী  লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুলকাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।

দরুদ শরীফ ও মোনাজাত

০৬.রব্বানা আতিনা ফিদ….অখিনা আজাবাননার (সিজদায় ৩বার বেশি লাভ)

০৫. রব্বানা আ-তিনা মিললাদুনকা রহমাতাও ওয়া হাইয়্যিলানা-মিন আমরিনা- রশাদা।

(হে আমাদের প্রতিপালক! তুমি তোমার তরফ হতে আমাদের কে রহমত দান কর এবং আমাদের জন্য আমাদের কাজ কর্ম সঠিকভাবে পূর্ণ হবার ব্যবস্থা করে দাও। সূরা-কাহ্ফ-১০

০৬.রাব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মূ’মিনান ওয়ালিল মূ’মিনীনা ওয়াল মু’মিনাত।

হে আমার প্রতিপালক! আমাকে এবং আমার পিতা মাতাকে এবং ঐসকল লোকদিগকে যারা ঈমান এনে আমার ঘরে প্রবেশ করেছে আর অন্যান্য সকল ঈমানদার পুরুষ ও নারীদেরকে ক্ষমা করে দিন। আমিন।

০৭.রব্বি হাবলী মিনাছ্  ছা-লিহিন। ইন্নাকা আনতাস সামিউদ দোয়া ।২য় অংশের অর্থ(আপনি অবশ্যই প্রার্থনা শ্রবণকারী)।

০৮. লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নিকুনতুম মিনাজ জলিমিন।

০৯. সুবহানাল্লিাহি ওয়ালহামদু লিল্লাহি ওয়া লা-ইলাহা  ইল্লাল্লাহু ওয়াল্লহু আকবার।

(চাচাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণে পাঠ করার পরামর্শ দেন নবীজী(স.)।#24hrs Jikir


সর্বপ্রকার রোগ থেকে মুক্তির দোয়া


মৃত্যু ছাড়া সর্বপ্রকার রোগ থেকে মুক্তি লাভের জন্য যে দোয়া পাঠ করবেন

ক.) আয়াতে শিফা 

বিসমিল্লাহির রাহমানির রহিম। 

ওয়া ইয়াশ ফি সুদূরা কাওমিম মুমিনীন। ওয়া শিফাউল্ লিমা ফিস সুদূর। ইয়াখরুজু মিম বুতুনিহা শারাবুম মুখতালিফুন আল ওয়ানুহু ফীহি শিফাউল লিন নাস। ওয়ানুনাযযিলু মিনাল কুরআনি মা হুওয়া শিফাউও ওয়া রাহমাতুল লিল মুমিনীন। ওয়া ইযা মারিদতু ফাহুওয়া ইয়াশফীন্  কুল লিল্লাযীনা আমানূ হুদাও ওয়া শিফাআ।

সন্তানের রোগ মুক্তির দোয়া-শুধু সন্তান কেন সবার জন্য প্রযোজ্য। এই দোয়া পড়ে পড়ে ফু দেবেন শরীরে। সক্ষম রোগী নিজে পড়বেন।  

খ.) দরুদে শিফা 

খ. বাংলা উচ্চারণ :  আল্লাহুম্মা ছাল্লি আ'লা সাইয়্যিদনা মুহাম্মদিম বিআ'দাদি কুল্লি দায়িও ওয়া দাওয়াই ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিও শিপায়িন। 

গ.) উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি; ওয়াল জুনুনি; ওয়াল ঝুজামি; ওয়া সাইয়্যিয়িল আসক্বাম।’


ঘ.) উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আ’মালি ওয়াল আহওয়ায়ি, ওয়াল আদওয়ায়ি।’

অর্থ : হে আল্লাহ! নিশ্চয়ই আমি তোমার কাছে খারাপ (নষ্ট-বাজে) চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা এবং বাজে অসুস্থতা ও নতুন সৃষ্ট রোগ বালাই থেকে আশ্রয় চাই।’ (তিরমিজি)

ঙ.) সর্বপ্রকার রোগ থেকে মুক্তির দোয়া, কঠিন রোগ মুক্তির দোয়া

সুবহানাল্লাহিল আযিমী ওয়াবিদামদিহী ওয়ালা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহি। 



দোয়া কুনুত বাংলা উচ্চারণ(2023)

আল্লাহুম্মা ইন্না নাস্‌তাঈ’নুকা, ওয়া নাস্‌তাগ্‌ফিরুকা, ওয়া নু’’মিনু বিকা, ওয়া নাতাওয়াক্কালু ‘আলাইকা, ওয়া নুছনী আলাইকাল খাইর। ওয়া নাশ কুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখলাউ’, ওয়া নাতরুকু মাঁই ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না’বুদু ওয়া লাকানুসল্লী, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস’আ, – ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা – আযাবাকা, ইন্না আযাবাকা বিল কুফ্‌ফারি মুলহিক্ব।

দোয়া কুনুত বাংলা অর্থ(2023)

হে আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই, তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল, মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি অকৃতজ্ঞ হই না, এবং যারা তোমার অবাধ্য হয় তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে তাদেরকে পরিত্যাগ করি। হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি তোমারই জন্য নামায পড়ি এবং তোমাকেই সিজদাহ করি, আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত, আশা করি এবং তোমার আযাবকে ভয় করি আর তোমার আযাবতো কাফেরদের জন্যই র্নিধারিত।

#মৃত্যু ছাড়া সর্বপ্রকার রোগ থেকে মুক্তি লাভের জন্য যে দোয়া পাঠ করবেন

#১০ টি রোগ থেকে মুক্তির দোয়া

#রোগ মুক্তির প্রার্থনা

#সন্তানের রোগ মুক্তির দোয়া

#24hrs Jikir

#সর্বপ্রকার রোগ থেকে মুক্তির দোয়া

#রোগ মুক্তির জিকির

লা ইলাহা ইল্লাল্লাহ

#আইয়ুব নবীর রোগ মুক্তির দোয়া

#পেটের রোগ থেকে মুক্তির দোয়া

শুক্রবার, ৫ জুন, ২০২০

করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে গুরুত্বপূর্ণ দোয়া

আযাতে শেফা : প্রতিবার নামাজ শেষে পড়া উচিত: 

দরুদে শেফা

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আল্লাহুম্মা ছাল্লি আলা সায়্যিদিনা মুহাম্মাদিও ওয়া আলা আলি সায়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি  কুল্লিদায়িও ওয়াদা ওয়ায়িম বিআদাদি কুল্লি ইল্লাতিও ওয়া শিফায়ি। 

অর্থ: হে আল্লাহ! আমাদের নবী ও সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদ(দ.) এর ওপর এবং তাঁহার(দ.) বংশধরগণের ওপর সকল রোগ ও ওষুধের এবং সকল রোগ ও আরোগ্যের সমসংখ্যক রহমত প্রেরণ করো।


০৩.   আল্লাহুম্মা ইন্নী আছয়ালুকাল্ আফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরা।
অর্থ: হে আল্লাহ! ইহকাল ও পরকালে সর্বত্র তোমার কাছে সুস্থতার প্রার্থনা করছি।

০৪. আল্লাহুম্মা ইন্নী আছয়ালুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দ্বীনী ওয়া দুনইয়া ওয়া আহলী ওয়া মালী। 

অর্থ: হে আল্লাহ! আমি তোমার ক্ষমা ,দ্বীন-দুনিয়া, আমার পরিবার পরিজন ও ধন সম্পদের সুস্থতা প্রার্থনা করছি।

০৫. আল্লাহম্মা আ'ফিনী ফি বাদানী, আল্লাহুম্মা 
আ'ফিনী ফি ছাময়ী,  আল্লাহম্মা আ'ফিনী ফি বাছারী লা-ইলাহা ইল্লা আনতা।

অর্থ: হে আল্লাহ! আমার দেহে সুস্থতা দান কর। হে আল্লাহ ! আমার কর্ণে সুস্থতা দান কর।   হে আল্লাহ ! আমার চোখে সুস্থতা দান কর। তুমি ছাড়া কোন মাবুদ নেই। 



যে কোন প্রকারের রোগব্যাধি বলা-মুসিবত হতে মুক্তির উদ্দেশ্য থতমে তাহলীল বিশেষ উপকারী।

লা-ইলা-হা ইল্লাল্লা-হু 
 এটিই শ্রেষ্ঠতম যিকর।

যে কোন বিপদে যে দোয়া পড়বেন--

আল্লাহু রাব্বি লা শারি কালাহু





Read Daily Dua

                                            বিসমিল্লাহির রহমানির রহিম ০১.  Read Daily Dua  সিজদায় গিয়ে পড়ুন: ১১বার ইয়াকা না বুদু, ও ইয়াক...