স্পেশাল মোনাজাত (নিজের মনের কথা)



০০.
 ক্বালা রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা  ওয়াতার হামনা লা কুনান্না মিনাল খাসিরীন)। (হে আমাদের রব! আমরা আমাদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্সমা না করেন এবং রহমত না দেন তা হলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য হবো। )



০১. রাব্বানা তাকাব্বআল মিন্না ইন্নাকা আনতাছ ছামিউল আলীম।হে আল্লাহ! তুমি আমার ইবাদত কবুল কর। তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ)

০২. রাব্বানা আফরিগ আলাইনা ছাবরাও ওয়া তাওয়াফ ফানা মুসলিমীন( হে আল্লাহ আমাকে ধৈয্য ধারণের শক্তি দাও । মুসলমান হিসেবে মৃত্যু দান করো।)

০৩. রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা ক্কুররাতা আয়াইইউনিও ওয়াজ আলনা লিল মুত্তাক্কিনা ইমামা।
০৪.আল্লাহুম্মা ইন্নী আসআলুকাছ-ছিহাতা ওয়াল ইফফাতা ওয়াল আমানাতা ওয়া হুসনাল খুলুক্বি ওয়াররিদ্ধা বিল ক্বাদরি।
০৫. আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিনাল বারাছে ওয়াল জুজাম,ওয়াল জুনোন,ওয়া মিন সায়্যিয়িল আসক্কাম।(খারাপ রোগ থেকে মুক্ত থাকার দোয়া)
০৬. আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ইমরায়াতিন তুশাইয়্যিবুনী ক্বাবলাল মাশীবী ওয়া আউযুবিকা মিওওয়ালাদিই ইয়াকুনু আ’লাইয়্যা ওয়া বালাও ওয়া আ্উ’যুবিকা মিম মালিই ইয়াকূনু আলাইয়া আ’যাবাও ওয়া আউ’যুবিকা মিনাশ শাক্কি ফিল হাক্কি বা’আদাল ইয়া ক্কীনি।
(আয় আল্লাহ! অকাল বার্ধক্য আননয়নকারী স্ত্রী, বিপদ আননয়নকারী সন্তান এবং তোমার আযাব আননয়নকারী ধনসম্পদ হতে হে আল্লাহ! তোমার নিকট আশ্রয় চাচ্ছি।আর নিশ্চিত বিশ্বাসের পর সত্য কথায় সংশয় সৃষ্ঠি হতে তোমার কাছে ফানাহ্ চাই।)
০৭.আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাশ শাইত্বানীর রাজীম ওয়া আউযুবিকা মিন শাররি ইয়াও মিদ্দীন(কিয়ামতের বিভৎসতা হতে), আল্লা হুম্মা ইন্নী আউযুবিকা মিম মাওতিল ফুজাআতি(অতর্কিত মৃত্যু),ওয়া মিন লাদগিল হাইয়াতি(সর্পদংশন),ওয়া মিনাছ ছাবুয়ি(হিংস্র জন্তর আক্রমন), ওয়া মিনাল গারাক্কি(পানিতেডোবা) ওয়া মিনাল হারাক্কি( আগুনে পোড়া)।

মোনাজাতে নিম্মের দোয়া সমূহ পড়ুন : 

০১. রাব্বি আউজুবিকা মিন হামাযাতিশ শায়াতীন( শয়তানের প্ররোচনা হতে হে আল্লাহ তোমার নিকট আশ্রয় চাই)
০২. রাব্বি নাজজিনী মিনাল ক্বাওমিজজ্জোয়ালিমীন।( হে আমার রব! আমাকে তুমি অত্যাচারি লোকের নিকট থেকে নাজাত দাও)
০৩. রাব্বি ফালা তাজ আলনী ফিল ক্বাওমিয যোয়ালিমীন(হে আমার রব! তুমি আমাকে অত্যাচারী কওমের মধ্যে শামিল করিও না।)
০৪. রাব্বিগ ফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহিমীন।
০৫.রাব্বি আদ্ খিলনী মুদখালা ছিদক্বিও ওয়া আখরিজনী মুখ রাজা ছিদক্বিও ওয়াজ আ’ল্লী মিললাদুনকা সুলতনান নাছিরা।(মক্কার কাফেরদের অত্যাচারে অতীষ্ট নবীজীর(স.) দোয়া )
০৬. আল্লাহুম্মা ফাতিরিছি ছামাওয়াতি ওয়াল আরদি আলিমিল গাইবি ওয়াশ শাহাদাতি আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফিমা কানু ফিহি ইয়াকতালিফুন।
(হে জমিন ও আসমান সৃষ্ঠিকারী জাহের ও বাতেন জাননে ওয়ালা তুমিই তোমার বান্দাদের এ বিষয়ে ফায়সালা করবে যা নিয়ে তারা বিবাদ করছে)

০৭.আল্লাহুম্মা আকফিনী বিহালালিকা আন হারামিকা, ওয়া আগনিনী বিফাদ্বলিকা আম্মান সিওয়াকা।(হে আল্লাহ আমাকে হালাল পথে এ পরিমাণ রিযিক দাও যা আমার জন্য যথেষ্ট হয়, আর হারাম রোজগারের যাতে প্রয়োজন না হয় এবং স্বচ্ছল করে দাও তোমার অনুগ্রহ দ্বারা এমনভাবে যাতে তুমি ব্যাতীত অন্য কারো প্রতি নির্ভর করতে না হয়।(সূত্র: সুনানু আত তিরমিজী হা.নং ৩৫৬৩,.ছহীহ)


সুখের সংসারের ও পরকালের জন্য ফলপ্রসু  এ দোয়া।


রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আয়াইউনিও  ওয়াজ আলনা লিল মুত্তাক্বিনা ইমামা।

অর্থ: হে আমাদের রব! আমাদের কে এমন স্ত্রী এবং সন্তান দান কর যারা নয়ন প্রতিকর হয়। আর আমাদের মুত্তাকীনদের জন্য আদর্শবান কর।

Read Daily Dua

                                            বিসমিল্লাহির রহমানির রহিম ০১.  Read Daily Dua  সিজদায় গিয়ে পড়ুন: ১১বার ইয়াকা না বুদু, ও ইয়াক...