০২. রাব্বি
নাজজিনী মিনাল ক্বাওমিজজ্জোয়ালিমীন।( হে আমার রব! আমাকে তুমি অত্যাচারি লোকের নিকট
থেকে নাজাত দাও)
০৩. রাব্বি ফালা তাজ আলনী ফিল ক্বাওমিয যোয়ালিমীন(হে আমার রব!
তুমি আমাকে অত্যাচারী কওমের মধ্যে শামিল করিও না।)
০৪. রাব্বিগ ফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহিমীন।
০৫.রাব্বি আদ্ খিলনী মুদখালা ছিদক্বিও ওয়া আখরিজনী মুখ রাজা
ছিদক্বিও ওয়াজ আ’ল্লী মিললাদুনকা সুলতনান নাছিরা।(মক্কার কাফেরদের অত্যাচারে অতীষ্ট
নবীজীর(স.) দোয়া )
০৬. আল্লাহুম্মা ফাতিরিছি ছামাওয়াতি ওয়াল আরদি আলিমিল গাইবি
ওয়াশ শাহাদাতি আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফিমা কানু ফিহি ইয়াকতালিফুন।
(হে জমিন ও আসমান সৃষ্ঠিকারী জাহের ও বাতেন জাননে ওয়ালা তুমিই
তোমার বান্দাদের এ বিষয়ে ফায়সালা করবে যা নিয়ে তারা বিবাদ করছে)
০৭.আল্লাহুম্মা
আকফিনী বিহালালিকা আন হারামিকা, ওয়া আগনিনী বিফাদ্বলিকা আম্মান সিওয়াকা।(হে আল্লাহ
আমাকে হালাল পথে এ পরিমাণ রিযিক দাও যা আমার জন্য যথেষ্ট হয়, আর হারাম রোজগারের যাতে
প্রয়োজন না হয় এবং স্বচ্ছল করে দাও তোমার অনুগ্রহ দ্বারা এমনভাবে যাতে তুমি ব্যাতীত
অন্য কারো প্রতি নির্ভর করতে না হয়।(সূত্র: সুনানু আত তিরমিজী হা.নং ৩৫৬৩,.ছহীহ)
০১.আল্লাহুম্মা ইন্না নাজ আলুকা ফী নুহূরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরু রিহিম।
০২. হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
( আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম পরিচালনাকারী/বিধায়ক)-সহীই বুখারি
০৩. আল্লাহুম্মা মুনযিলাল কিতাবি সারী উল হিসাবী আহযিমিল আহযাবা, আল্লাহুম্মা আহযিমহুম ওয়া যাল যিল হুম।
০৪. আল্লাহুম্মাক ফিনীহিম বিমা শি'তা।
০৫. রাব্বি ইন্না ক্বাওমী ক্বাযযাবুন। ফাফতাহ বাইনী ওয়া বাইনাহুম ফাতহান ওয়া নাজজিনী ওয়া মাম্মাইয়া মিনাল মু'মিনীন।
অর্থ: "হে আমার প্রতিপালক! নিশ্চয়ই আমার কওম আমাকে মিথ্যুক বলে অভিহিত করছে। তাই তুমি তাদের এবং আমার মধ্যে একটা সুষ্ঠু ফায়সালা করে দাও এবং আমাকে ও আমার সঙ্গী মুমিনগনকে নাজাত দাও।"