বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

Important Dua

দরুদে খাইর:

আল্লা-হুম্মা ছাল্লি 'আলা সায়্যিদানা ওয়া নাবিয়িনা ওয়া শাফীইনা ওয়া মাওলা-না মুহাম্মাদিন ছাল্লা-হু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া বা-রিক ওয়া সাল্লিম।

রাব্বিগফিরলী ওয়া তুব আ'লাইয়্যা ইন্নাকা আনতাত তাওয়্যাবুর রাহীম।
অর্থ: হে আমার পরওয়ারদেগার! আমার গুনাহ সমূহ মাফ করে দিন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী করুণাময়।



আল্লাহুম্মা ইন্না নাজ আলুকা ফী নুহুরিহিম ওয়া নাউবিকা মিন শুরুরিহিম।

অর্থ: হে আল্লাহ! আমরা আপনাকে মিথ্যাবাদীদের মোকাবেলায় পেশ করছি। আপনি ওদেরকে পরাজিত করুন। আমরা তাদের অনিষ্ঠতা থেকে আপনার কাছে আশ্রয় কামনা করছি।


হাসবুনাল্লাহু ওয়ানিমাল ওয়াকিলু আল্লাহি তাওয়াক্বালনা।
অর্থ: আল্লাহই আমাদের জন্য যথেষ্ট।তিনিই উত্তম কার্য নির্বাহক এবং তার ওপরই আমাদের ভরসা।

আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা
অর্থ: হে আল্লাহ আমাদের সব কাজ সহজ করে দিন।

রাববিশ রাহলী ছাদরী ওয়া ইয়াস সিরলী আমরী,ওয়াহলুল উকদাতাম মিল লিসানী। 
হে আল্লাহ! আমার হৃদয় প্রশস্ত করে দিন। আমার কাজ সহজ করে দিন। আমার জিহ্বার জড়তা দুর করে দিন। 

রাব্বি ইন্না ক্বাওমী ক্বাযযাবুন।ফাফতাহ বাইনী ওয়া বাইনাহুম ফাত্ হান ওয়া নাজনীনি ওয়া মাম্ মাইয়া মিনাল মুমিনীন।

দরুদে নারিয়া

দরুদে তুনাজ্জিনা


নিয়মিত পাঠকারী সবসময় বিপত মুক্ত থাকবে ইনশআল্লাহ।




মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮

যে সব দোয়া ও প্রার্থনা নিয়মিত করা উচিত

ফজরের নামাজের পর পবিত্র কোরআন তেলোয়াত করা অনেক সওয়াবের কাজ। পবিত্র কোরআনেই এর গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, সে সময়খানি আল্লাহর ফেরেস্তাগন বান্দার সামনে হাজির থাকেন।






































Read Daily Dua

                                            বিসমিল্লাহির রহমানির রহিম ০১.  Read Daily Dua  সিজদায় গিয়ে পড়ুন: ১১বার ইয়াকা না বুদু, ও ইয়াক...