মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

জিনের আক্রমন থেকে রক্ষা পেতে যে দোয়া পড়বেন

আরবি দোআ : 

أَعُوذُ بِوَجْهِ اللَّهِ الْكَرِيمِ وَبِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ اللَّاتِي لَا يُجَاوِزُهُنَّ بَرٌّ وَلَا فَاجِرٌ مِنْ شَرِّ مَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ وَشَرِّ مَا يَعْرُجُ فِيهَا وَشَرِّ مَا ذَرَأَ فِي الْأَرْضِ وَشَرِّ مَا يَخْرُجُ مِنْهَا وَمِنْ فِتَنِ اللَّيْلِ وَالنَّهَارِ وَمِنْ طَوَارِقِ اللَّيْلِ وَالنَّهَارِ إِلَّا طَارِقًا يَطْرُقُ بِخَيْرٍ يَا رَحْمَنُ.

বাংলা উচ্চারণ : আউজুবি ওয়াজহিল্লাহিল কারিম ওয়া বি কালিমাতিল্লাহিত তামাতিল্লাতি লা ইউজায়ূজু হুন্না বাররা। ওয়ালা ফাজিরু মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামায়ে ওয়া শাররিমা ইয়ারিজু ফিহা। ওয়া শাররি মা জারা ফিল আরদি। ওয়া শাররি মা ইউখরিজু মিনহা। ওয়া মিন ফিতানিল লাইলে ওয়ান নাহারে। ওয়া মিন তাওয়ারিকিল লাইলে ওয়ান নাহারে ইল্লা তারিকান ইয়াতরুকু বিল খাইরে ইয়া রহমান'

অর্থ : মহান দয়াময় আল্লাহর অনুগ্রহে এবং আল্লাহর ওইসব কালিমাসমূহের মাধ্যমে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যেগুলোকে অতিক্রম করতে পারেনা কোনো বাধ্য কিংবা অবাধ্য জাতি। আশ্রয় প্রার্থনা করছি ওইসব বস্তুর ক্ষতি থেকে যা আকাশ থেকে নেমে আসে, এবং ওইসব জিনিসের ক্ষতি থেকে যা আকাশের দিকে উড়ে বেড়ায়, এবং সেসব জিনিসের ক্ষতি থেকে যা জমিনে সৃষ্টি হয় এবং এমন জিনিসের ক্ষতি থেকে যা জমিন থেকে বেরিয়ে আসে। আশ্রয় প্রার্থনা করছি দিন-রাতের ফেতনা থেকে এবং দিন-রাতের আগত জিনিসের ফেতনা থেকে। তবে কল্যাণ বয়ে আনে এমন আগন্তুক ছাড়া, হে দয়াময়।



হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ [রা.] থেকে বর্নিত আছে যে, লাইলাতুল জিনের রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অবাধ্য জীনকে দেখতে পেলেন, সে একটি আগুনের কু-লি হাতে নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজছে, আমি তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম আর তিনি ছিলেন হজরত জিবরাঈল [আ.] -এর সঙ্গে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআন তেলাওয়াত করতে লাগলেন, রাসুল যতই তেলাওয়াত করছিলেন জিনটি ততই আগুনের কু-লীটি নিয়ে সামনে এগিয়ে আসছিল। তখন হজরত জিবরাঈল [আ.] বললেন, আমি কি আপনাকে এমন কিছূ কালিমা [শব্দ] শিখিয়ে দেব, যা বলা মাত্রই এ জিনটি হুমড়ি খেয়ে পড়ে যাবে এবং তার আগুনের কু-লীটি নিভে যাবে। তখন হজরত জিবরাঈল [আ.] -এ দোয়াটি শিখিয়ে দিলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি পড়া মাত্র সে জিনটি উপুড় হয়ে পড়ে গেলো এবং তার আগুনের কু-লীটি নিভে গেলো। [নাসায়ি সুনানে কুবরা-১০৯৯২ মুয়াত্তা মালেক-৩৫০০]।

প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এ দুআটি তিনবার পাঠ করা
ﺃﻋُﻮْﺫُ ﺑِﻜَﻠِﻤَﺎﺕِ ﺍﻟﻠﻪِ ﺍﻟﺘَّﺎﻣَّﺎﺕِ ﻣِﻦْ ﺷَﺮِّ ﻣَﺎ ﺧَﻠَﻖَ
(আউজু বিকালি মাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা)
অর্থ: আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যাবলীর মাধ্যমে তাঁর সৃষ্টির সকল অনিষ্টতা থেকে আশ্রয় নিচ্ছি। (বর্ণনায়
: মুসলিম, তিরমিজী, আহমাদ)

Read Daily Dua

                                            বিসমিল্লাহির রহমানির রহিম ০১.  Read Daily Dua  সিজদায় গিয়ে পড়ুন: ১১বার ইয়াকা না বুদু, ও ইয়াক...