বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

জানেন খালি ঘরেও সালাম দিতে হয়, শুধু ‘ওয়ালাইকুম’ কাদের বলবেন

সালাতুল হাজত নামাজের নিয়ম ২০২৩

‘সালাতুল হাজত’ নামাজের ধরাবাধা কোনো নিয়ম নেই। স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়বে। চার রাকাতও পড়া যায়। নামাজ শেষে আল্লাহ তাআলার হামদ ও ছানা (প্রসংসা) এবং নবী করিম (সা.)-এর ওপর দরুদ শরিফ পাঠ করে— নিজের মনের কথা ব্যক্ত করে আল্লাহর নিকট দোয়া করবে। প্রায় ৩০দিন টানা পড়ার ইচ্ছায় পড়তে থাকুন। আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেবেন না ইনশআল্লাহ। 

ইসতেগফারের দোয়া ২০২৩

উচ্চারণসুবহা-নাল্লা- (৩৩ বার) আলহাম্দুলিল্লা- (৩৩ বার) আল্লাহু-আকবার (৩৩ বার) লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহূ লা শারীকা লাহুলাহুল মুল্কু ওয়া লাহুল হাম্দু ওয়া হুয়া ‘আলা কুল্লে শাইয়িন ক্বাদীর ( বার)

ইসতিগফার    (সুরা নুহ্ ১০-১২ আয়াত)    
( সর্বদা পড়িবে)
( সর্ব প্রকার অভাব অভিযোগ থেকে মুক্তির জন্য)


 বিসমিল্লাহির  রাহমানির রাহিম।
১।ফাক্কোল তুসতাগফিরু রাব্বাকুম, ইন্নাহু কানা গাফফারা। ।
অর্থ: (অনন্তর আমি বলেছি, তোমরা প্রতিপালকের নিকট স্বীয় অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা কর।) 

২। ইউরসিলিস সামায়া আলাইকুম মিদরারা।

(তিনি তোমাদের জন্য আকাশ হতে বৃস্টি বর্ষন করবেন।)
৩। ওয়া ইউমদিদকুম বিআম ওয়ালিও ওয়া বানীনা । ওয়া ইয়াজ আল লাকুম জান্নাতিও  ওয়া ইয়াজ আল লাকুম আনহারা।
খুব বেশি উপকারী এটি। 

অপরের সালামের প্রত্যাশা না করে নিজ থেকে সালাম দেওয়া।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু

'ওয়া আলাইকুমুস সালাম, ওয়া রাহমাতুল্লাহি, ওয়া বারাকাতুহু'.


১. অমুসলিমদের সালামের উত্তরে শুধু ‘ওয়ালাইকুম’ বলা।

২. সালাম দেওয়ার পরই অন্য কথা বলা।

৩. সালামের উত্তর না পেলে তিনবার সালাম দেওয়া।

৪. ছোটরা বড়কে, পদচারী বসা ব্যক্তিকে এবং অল্প লোক বেশি লোককে সালাম দেওয়া।

৫. শিশুদের সালাম দেওয়া সুন্নত।

৬. মাহরাম নারীদের সালাম দেওয়া।

৭. কোনো বৈঠক থেকে ওঠার সময় সালাম দেওয়া।

৮. ঘরে ঢোকার সময় পরিবারের লোকদের সালাম দেওয়া।

৯. ঘরে কেউ না থাকলে এভাবে সালাম দেওয়া—‘আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন’।

১০. সালামের উত্তর দেওয়া ওয়াজিব।

১১. সালামদাতার চেয়ে উত্তম শব্দে কিংবা হুবহু সেই শব্দে উত্তর দেওয়া।

১২. অনুপস্থিত ব্যক্তির কাছে সালাম পাঠানো সুন্নত।

১৩. অনুপস্থিত ব্যক্তির পাঠানো সালামের উত্তর ‘আলাইকা ওয়া আলাইহিস সালাম’ বলে দেওয়া উচিত।

Read Daily Dua

                                            বিসমিল্লাহির রহমানির রহিম ০১.  Read Daily Dua  সিজদায় গিয়ে পড়ুন: ১১বার ইয়াকা না বুদু, ও ইয়াক...