দোয়া কবুল হবার জন্য
০১. আল্লাহর প্রশংসা জনিত কোরানের বাণী ০২. হাদীসের বানী পড়তে হবে।
০৩. নবী করিম(স.) ওপর দরুদ পড়তে হবে।
পাক বিবিগণ, পবিত্র বংশধরগণ,চারি আসহাব, তামাম সাহাবী,শহীদানে বদর, ইসলামের জন্য শহীদ, ওহুদে কারবালা, হযরত বড় পীর(র.), অন্যান্য আওলিয়াদের জন্য এবং নিজের পূর্ববর্তী বংশধর পুরুষ ও মহিলা, কামেল ব্যক্তিগণ,.স্বীয় পিতা মাতা,ভাই বোন( যদি ইন্তেকাল করেন) তাদের জন্য
০৪. সমগ্র মুসলিম জাহানের জন্য
০৫. সব শেষে নিজের জন্য প্রার্থনা করতে হবে।
রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাক আনতাছ ছামিউল আলীম।
অর্থ: হে আমাদের রব! আমাদের ইবাদত বন্দেগী তুমি কবুল কর। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আমিন।