আযাতে শেফা : প্রতিবার নামাজ শেষে পড়া উচিত:
দরুদে শেফা
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লাহুম্মা ছাল্লি আলা সায়্যিদিনা মুহাম্মাদিও ওয়া আলা আলি সায়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লিদায়িও ওয়াদা ওয়ায়িম বিআদাদি কুল্লি ইল্লাতিও ওয়া শিফায়ি।
অর্থ: হে আল্লাহ! আমাদের নবী ও সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদ(দ.) এর ওপর এবং তাঁহার(দ.) বংশধরগণের ওপর সকল রোগ ও ওষুধের এবং সকল রোগ ও আরোগ্যের সমসংখ্যক রহমত প্রেরণ করো।
অর্থ: হে আল্লাহ! আমাদের নবী ও সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদ(দ.) এর ওপর এবং তাঁহার(দ.) বংশধরগণের ওপর সকল রোগ ও ওষুধের এবং সকল রোগ ও আরোগ্যের সমসংখ্যক রহমত প্রেরণ করো।
০৩. আল্লাহুম্মা ইন্নী আছয়ালুকাল্ আফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরা।
অর্থ: হে আল্লাহ! ইহকাল ও পরকালে সর্বত্র তোমার কাছে সুস্থতার প্রার্থনা করছি।
০৪. আল্লাহুম্মা ইন্নী আছয়ালুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দ্বীনী ওয়া দুনইয়া ওয়া আহলী ওয়া মালী।
অর্থ: হে আল্লাহ! আমি তোমার ক্ষমা ,দ্বীন-দুনিয়া, আমার পরিবার পরিজন ও ধন সম্পদের সুস্থতা প্রার্থনা করছি।
০৫. আল্লাহম্মা আ'ফিনী ফি বাদানী, আল্লাহুম্মা আ'ফিনী ফি ছাময়ী, আল্লাহম্মা আ'ফিনী ফি বাছারী লা-ইলাহা ইল্লা আনতা।
অর্থ: হে আল্লাহ! আমি তোমার ক্ষমা ,দ্বীন-দুনিয়া, আমার পরিবার পরিজন ও ধন সম্পদের সুস্থতা প্রার্থনা করছি।
০৫. আল্লাহম্মা আ'ফিনী ফি বাদানী, আল্লাহুম্মা আ'ফিনী ফি ছাময়ী, আল্লাহম্মা আ'ফিনী ফি বাছারী লা-ইলাহা ইল্লা আনতা।
অর্থ: হে আল্লাহ! আমার দেহে সুস্থতা দান কর। হে আল্লাহ ! আমার কর্ণে সুস্থতা দান কর। হে আল্লাহ ! আমার চোখে সুস্থতা দান কর। তুমি ছাড়া কোন মাবুদ নেই।
যে কোন প্রকারের রোগব্যাধি বলা-মুসিবত হতে মুক্তির উদ্দেশ্য থতমে তাহলীল বিশেষ উপকারী।
লা-ইলা-হা ইল্লাল্লা-হু
এটিই শ্রেষ্ঠতম যিকর।
যে কোন বিপদে যে দোয়া পড়বেন--
আল্লাহু রাব্বি লা শারি কালাহু।