শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮

bipod theke muktir doa

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

bipod theke muktir doa(বিপদ মুক্তির দোয়া)

bipod theke rokkha pawar dua( বিপদ থেকে রক্ষা পাবার দোয়া)

নিচের দোয়া সমূহ নিয়মিত পড়ুন( আগে পড়ে দরুদসহ)

০১.  রব্বি আ'ইন্নী অলা তু'ইন 'আলাইয়া,ওয়ানছুরনী অলা তানছুর 'আলাইয়া ,ওয়াহদিনী ওয়া ইয়াসসিরিল হুদা লী।
হে আল্লাহ! আমাকে সহায়তা দাও এবং আমার বিরুদ্ধে সহায়তা করো না। আমাকে সাহায্য করো এবং আমার বিরুদ্ধে সাহায্য করো না। আমাকে হেদায়ত দাও এবং আমার জন্য হেদায়তকে সহজ করে দাও।আমিন।

০২.  আল্লা-হুম্মা ইন্নী আ'উযুবিকা মিন জাহদিল বালা-ই, ওয়া দারাকিশ শাক্বা-ই,ওয়া সূইল ক্বাযা-ই, ওয়া শামা-তাতিল আ'দা-ই। 
হে আল্লাহ! আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি অক্ষমকারী বিপদের কষ্ট হ'তে , দুভার্গ্যের  আক্রমন হতে , মন্দ ফায়সালা হ'তে এবং শত্রুর হাসি হ'তে।


০৩. ইয়া মুকাল্লিবাল কুলুবি ছাব্বিত ক্বালবি 'আলা দীনিকা ; আল্লা-হুম্মা মুছার্রিফাল কুলূবি ছার্রিফ কুলূবানা 'আলা ত্বোয়া-'আতিকা'।
অর্থ: হে হৃদয় সমূহের পরিবর্তনকারী ! আমার হৃদয় তোমার দ্বীনের ওপর দৃঢ় রাখো।'হে অন্তর সমূহের রুপান্তরকারী ! আমাদের অন্তর সমূহকে তোমার আনুগত্যের দিকে ফিরিয়ে দাও। '

০৪. আল্লা-হুম্মাকফিনী বেহালা-লেকা 'আন হারা-মেকা ওয়া আগ্ নিনী বেফাযলেকা 'আম্মান সেওয়া-কা।  ঋন মুক্তির দোয়া
অর্থ : হে আল্লাহ ! তুমি আমাকে হারাম ব্যতীত হালাল দ্বারা যথেষ্ট কর এবং তোমার অনুগ্রহ দ্বারা আমাকে অন্যদের থেকে মুখাপেক্ষীহীন কর' ।

০৫. সুবহানাল্লাহি ওয়ালহামদু লিল্লাহি ওয়া লা- ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর।নবী করিম(স.) এই দোয়া তাঁর চাচা আব্বাস(রা.)কে দ্বীন দুনিয়ার কল্যাণের জন্য শিখিয়ে দিয়ে ছিলেন।



০৬. আল্লাহুম্মা ইন্না নাজ আলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম।
 হে আল্লাহ ! আমরা আপনাকে বিরোধীদের মোকাবেলায় পেশ করছি। আপনি ওদেরকে পরাজিত করুন। আমরা তাদের অনিষ্টতা থেকে আপনার সমীপে আশ্রয় প্রার্থনা করছি।

bipod theke muktir doa
bipod
bipod theke rokkha pawar dua
bipod theke muktir namaz
bipod theke muktir surah


আশা করি bipod theke muktir doa(বিপদ মুক্তির দোয়া)bipod theke rokkha pawar dua( বিপদ থেকে রক্ষা পাবার দোয়া)সমূহ আপনার কাজে লাগবে। ইনশআল্লাহ। 

Read Daily Dua

                                            বিসমিল্লাহির রহমানির রহিম ০১.  Read Daily Dua  সিজদায় গিয়ে পড়ুন: ১১বার ইয়াকা না বুদু, ও ইয়াক...